বিনোদন

সপ্তাহান্তে মেগা এপিসোড ডান্স বাংলা ডান্সে! মঞ্চ কাঁপাতে আসছে গৌরী এলো-র মোহনা

প্রতি সপ্তাহের মতো এবারও ডান্স বাংলা ডান্সের এপিসোডে থাকছে চমক। এক ধামাকাদার মেগা এপিসোড এবার হতে চলেছে শনি রবিবারের পর্বে। ডান্স বাংলা ডান্সে আসর জমাতে থাকছেন গৌরী এল ধারাবাহিকের গৌরী ওরফে মোহনা মাইতি। দুর্দান্ত পারফরম্যান্সে কাঁপবে মঞ্চ।

প্রতি শনি রবিবার জি বাংলায় ডান্স বাংলা ডান্সের আসর জমিয়ে রাখেন প্রতিযোগিতা। ঠিক সাড়ে নটা বাজার অপেক্ষা, তারপরেই টিভির পর্দায় ভেসে ওঠে একের পর এক দুর্দান্ত পারফরমেন্স। সঙ্গে উপরি পাওনা হিসেবে থাকে শ্রাবন্তী শুভশ্রী অঙ্কুশের উপস্থিতি। একই সঙ্গে মহাগুরু মিঠুন চক্রবর্তীর বিচার প্রক্রিয়া মন কাড়ে সকলের।

গৌরী আর প্রিয়াঙ্কার যুগলবন্দি ধামাকাদার পারফরম্যান্সের কয়েক মুহূর্ত দর্শকের উৎসাহকে যে আরও একটু উসকে দিল তা বলাইবাহুল্য। একদিকে গৌরীর সঙ্গে নাচে টক্কর দেবেন প্রিয়াঙ্কা, অন্যদিকে স্নেহার মনমাতানো পারফরম্যান্স, দুইয়ের যুগলবন্দিতে এবারের উইকেন্ড হতে চলেছে একেবারে ধামাকাদার।

এবার সেই মঞ্চ মাতাতে দেখা যাবে গৌরী এল ধারাবাহিকের গৌরীকে।নাচের মঞ্চে মোহনার সঙ্গে প্রতিযোগীতায় সামিল হচ্ছেন বাগুইআটি প্রিয়াঙ্কা। ইতিমধ্যে সেই প্রোমো প্রকাশিত হয়েছে। আর আপকামিং প্রোমো দেখে উৎসাহিত দর্শকরা। গত সপ্তাহে মুকুট ধারাবাহিকের শ্রাবণী ভুঁইয়ার দুরন্ত পারফরম্যান্স দর্শকের মনোরঞ্জন করেছিল।

Back to top button