তাঁর কথা মতোই চলেন শাহরুখ! এবার অন্দরমহলের কথা প্রকাশ্যে আনলেন গৌরী

Avatar

Published on:

তাঁর কথা মতোই চলেন শাহরুখ! এবার অন্দরমহলের কথা প্রকাশ্যে আনলেন গৌরী

বলিউডে যে সমস্ত রিয়েল জুটি এখনও এক সঙ্গে সংসার করছে তাঁদের মধ্যে অন্যতম শাহরুখ গৌরী খানের জুটি। এই দম্পতি নিদর্শন তৈরি করেছেন। কিন্তু তাঁদের সুখী দাম্পত্যের পেছনেও রয়েছে গোপন রহস্য। দুজনেই বেশ কিছু শর্ত মেনে চলেন। আর সেই কারণেই। এখনও টিকে রয়েছে এই সংসার।

কিন্তু কিং খান স্বামী হিসেবে কেমন? এবার সেই রহস্যই ফাঁস করলেন বাদশাহর স্ত্রী। গৌরী জানান, শাহরুখ ভীষণ সহজ মানুষ। তাঁকে যা দেওয়া হয় তিনি তাই খেয়ে নেন। নুন ছাড়া রান্না হলেও চলে।যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন। সকলের সঙ্গে সহজে মিশে যেতে পারেন। সেই স্টারডমের দম্ভটা ওর নেই।

   
 ⁠

তিনি শাহরুখকে নিয়ে একপ্রকার গর্ব করলেন। তিনি যা করে দেন, তাই খান, যেভাবে চালান, কিং সেভাবেই চলেন। যার ফলে শাহরুখের সঙ্গে তাঁর সংসার করাটা কখনই চ্যালেঞ্জের ছিল না। গৌরী খান সেই তকমাটা কিং খানকে দিলেন।

  
 ⁠

শাহরুখ খান ও গৌরী খানের সম্পর্ক নিয়ে একাধিক জল্পনা থাকলেও শাহরুখ খান কিংবা গৌরী কেউই একে অন্যের হাত ছাড়েনি। বরং দিনে দিনে আরও মজবুত হয়েছে সম্পর্ক।প্রেম থেকে শুরু করে বিয়ে, সবটাই যেন রূপলি পর্দার মতো।