সপরিবার ঠিকানা বদল করছেন কিং খান। মন্নত ছেড়ে মুম্বইয়ের পালি হিলের আবাসনে গিয়ে উঠেছেন শাহরুখ ও তাঁর পরিবার। তবে শুধু পরিবার নয়, নিজেদের সহকর্মীদের জন্যেও আলাদা বাড়ি ভাড়া নিয়েছেন তাঁরা। আর সেই বাড়ির ভাড়া শুনলে চোখ কপালে উঠবে।
মন্নতের অন্দরসজ্জা আমূল বদলে যাবে। সেই কারণেই বাসা বদল করলেন কিং খান। আগামী মে মাস থেকে শুরু হয়েছে ‘মন্নত’-এর কাজ। টানা দু’বছর ধরে বাড়ির কাজ চলবে। সেই কারণেই বাসা বদল করছেন তাঁরা।
অভিনেতার নতুন বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরত্বে থাকা পঙ্কজ সোসাইটির চতুর্থ তলার ফ্ল্যাটটি নিজের কর্মীদের জন্য ভাড়া নিয়েছেন গৌরী খান। মাসিক ভাড়া ১ লক্ষ ৩৫ হাজার টাকা। ৭২৫ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এই অ্যাপার্টমেন্টটি। ৩ বছর রয়েছে এই ভাড়ার চুক্তি।
শাহরুখের ভালোবাসার জায়গা হল তাঁর মন্নত। শাহরুখ জানান একবার, ” ৩০০ পুরস্কার আছে তাঁর। মন্নতের ৯ তলা অফিস আছে, এবং প্রত্যেক ফ্লোরেই কিছু না কিছু অ্যাওয়ার্ড আছে। আসলে কোনও ট্রফির ঘর নেই। তাই সব ট্রফিই এইভাবেই সাজানো গোছানো রয়েছে”।