ব্যক্তিগত পিস্তল থেকে ছুটল গুলি, গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি গোবিন্দা

Avatar

Published on:

নিয়ম না মানলেই.... গোবিন্দাকে সাবধান করলেন চিকিৎসকরা! কবে ছুটি পাবেন অভিনেতা?

কলকাতায় শো করার জন্য আসছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা। আর সেই সময়ই বিপত্তি। নিজের লাইসেন্স প্রাপ্ত রিভলভার থেকে গুলি ছিটকে জখম হলেন অভিনেতা। তড়িঘড়ি ভর্তি করা হয়েছে মুম্বইয়ের একটি হাসপাতালে। এখন তাঁর অবস্থা স্থিতিশীল।

অভিনেতার ম্যানেজার শশী সিং জানান, এদিন কলকাতায় শো করার জন্য বের হচ্ছিলেন তিনি। তখন ব্যক্তিগত পিস্তলটি তিনি তুলে রাখতে যান। তখন হাত থেকে মাটিতে পড়ে গিয়ে গুলি চলে। ওঁর পায়ে গুলি লেগেছে।

   
 ⁠

এরপরেই প্রচণ্ড রক্তক্ষরণ হতে থাকে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে । আপাতত, ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি তিনি। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে বের করেছে গুলি। স্থিতিশীল রয়েছেন অভিনেতা।

  
 ⁠

একসময়ে গোবিন্দ-করিশ্মা ও গোবিন্দ-রবিনা ট্যান্ডনের জুটিও ছিল সুপার ডুপার হিট। দুলহে রাজা, আন্টি নং ১, পরদেশি বাবুর মতো সিনেমাগুলি বক্স অফিসে ঝড় তুলেছিল। আজও তাঁদের হিট গানে নেচে এবং গেয়ে ওঠেন বিনোদনপ্রেমী মানুষ।