কোলে চেপে বাইকে সওয়ার কুমির! ভিডিও দেখে তাজ্জব নেট দুনিয়া

Published on:

কোলে চেপে বাইকে সওয়ার কুমির! ভিডিও দেখে তাজ্জব নেট দুনিয়া

প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি গুজরাটে। জলের তলায় ঘর-বাড়ি। ভদোদরা সহ একাধিক জায়গায় কুমিরের উপদ্রব লক্ষ্য করা গেছে। কোথাও আবার বাড়ির ছাদে রোদ পোহাচ্ছে কুমির। এই অবস্থায় দেখা গেল বাইকে সওয়ার হয়েছে এক কুমির। দুই ব্যক্তির মাঝে টানটান হয়ে শুয়ে দিব্যি সফর করছে সে।

এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দুই ব্যক্তি একটি কুমিরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। তারা বন দপ্তরের কর্মী। এক ব্যক্তি স্কুটার চালিয়ে যাচ্ছেন। তাঁর পিছনে বসে থাকা ব্যক্তির কোলেই রয়েছে কুমির। কুমিরের মুখটি আবার বাঁধা।

   
 ⁠

‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়ো পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, “ভদোদরাতে বিশ্বমতী নদীর কাছে কুমির পাওয়া গিয়েছে। দুই ব্যক্তি তাকে স্কুটারে করে বন বিভাগের অফিসে নিয়ে যাচ্ছে।” ইতিমধ্যেই তা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

  
 ⁠

সোমবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে রাজ্যের বেশ কয়েকটি জায়গায়। তার মধ্যে রয়েছে ভদোদরাও।গত কয়েক দিন বৃষ্টিতে শহরের বিভিন্ন প্লাবিত এলাকায় জলস্তর বেড়েছে। তার মধ্যে বিশ্বামিত্রি নদীবাঁধ আজওয়া থেকে জল ছাড়ার ফলে বরোদা শহরের বিস্তীর্ণ এলাকার জলস্তর ৬-৮ ফুট বেড়েছে।