পথচলতি ব্যক্তিকে CPR দিচ্ছেন অভিনেতা! কুর্নিশ জানাল আমজনতা

Published on:

পথচলতি ব্যক্তিকে CPR দিচ্ছেন অভিনেতা! কুর্নিশ জানাল আমজনতা

রাস্তাঘাটে ভক্তদের দেখে হাত নাড়ানো তো দূর, অনেক সেলিব্রেটি তাদের দিকে তাকিয়ে হাসেন পর্যন্ত না। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে উল্টো ছবি দেখা গেল মুম্বইয়ের রাস্তায়। আর যার সৌজন্যে এই ছবি দেখা গেল তিনি হলেন গুরমিত চৌধুরী। অভিনেতার এ যেন মানবিকতায় কুর্নিশ জানাচ্ছেন নেট দুনিয়া।

একটি ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি। দেখা গেছে, রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎই অভিনেতার চোখে পড়েন একজন ব্যক্তি অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন। প্রায় অচেতন তিনি। এরপরেই গাড়ি থামিয়ে ওই ব্যক্তির কাছে ছুটে যান গুরমিত। এরপর কাছে গিয়ে প্রয়োজন বুঝে তাঁকে CPR দিলেন বলিউড অভিনেতা। আর এই দৃশ্য ক্যামেরাবন্দি করতে তখন ব্যস্ত আমজনতা।

   
 ⁠

এরপরে মুহূর্তেই সেই দৃশ্য ভাইরাল হয়েছে। আর ওই ভিডিও দেখে গুরমিতকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে। এদিকে সিপিআর দেওয়ার পর ওই ব্যক্তির বুকে পাম্প করতে থাকেন গুরমিত। কিন্তু তাতেও অসুস্থ ব্যক্তি কোনরকম সারা না মেলায় তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে ফোন করেন অভিনেতা।

  
 ⁠

প্রসঙ্গত, রামায়ণ অভিনয় করতে গিয়ে আলাপ হয় গুরমিতের সঙ্গে। ২০১১ সালে বিয়ে করেন তাঁরা। বলিউডের অন্দর বলে বিয়ের দিন থেকেই তাঁদের বন্ডিং বেশ ভাল। কাজ থেকে কিছুদিন ব্রেক নিয়েছেন দেবিনা।