গান ছাড়া কিছুই ভালো লাগে না! সারেগামাপায় ছেলে পাতালেন হৈমন্তী শুক্লা

Avatar

Published on:

গান ছাড়া কিছুই ভালো লাগে না! সারেগামাপায় ছেলে পাতালেন হৈমন্তী শুক্লা

সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী হৈমন্তী শুক্লা। দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তাঁর অসংখ্য ছাত্র ছাত্রী। পেশাগত জীবনে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনে আজও অবিবাহিত। কিন্তু কেন? কী কারণে আজও সংসার বাঁধলেন না তিনি?

১৯৭২ সালে তাঁর প্রথম রেকর্ড করা গানটি ছিল এ তো কান্না নয় আমার। তারপর থেকে কয়েক শো গান উপহার দিয়েছেন তিনি শ্রোতাকে। গোল মুখ, সঙ্গে সবসময় হাসিখুশি চেহারা, কপালে বড় টিপ, হৈমন্তী শুক্লার আলাদা করে পরিচয় দেওয়ার দরকার পড়ে না।

   
 ⁠

সম্প্রতি সারেগামাপার মঞ্চে এসেছিলেন হৈমন্তী শুক্লা। সেখানেই সঞ্চালক অনির্বাণ ভট্টাচার্যের অনুরোধ করেন ‘এখনও সারেঙ্গিটা বাজছে…’গাওয়ার জন্য।

  
 ⁠

সেদিনের অনুষ্ঠানের পুরো পরিকল্পনা করেছেন সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। যা শুনে হৈমন্তী বলে ওঠেন, ‘ইন্দ্রদীপ তো আমার ছেলের মতো’। এরপর ইন্দ্রদীপ গায়িকাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানালে তিনি বলে ওঠেন, ‘আমার ছেলে আমাকে উত্তরীয় পরাচ্ছে। এর থেকে ভালো আর কী হতে পারে!’

অন্যদিকে অপর এক অনুষ্ঠানে হৈমন্তী দেবী জানিয়েছিলেন, “গান ছাড়া আমার কিছুই ভাল লাগে না। গানটার সঙ্গেই গভীর প্রেম, আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। কখনও মনে হয়নি কেন আমার বর হল না, ছেলেপুলে হল না। আসলে আমার এত ছেলেপুলে, যারা আমাকে মা বলে ডাকে”।