ক্যান্সার আক্রান্ত গ্রাহকের জন্য চুল কামিয়ে ফেললেন হেয়ার ড্রায়ার! তরুণীর সহমর্মিতাকে কুর্নিশ

Avatar

Published on:

ক্যান্সার আক্রান্ত গ্রাহকের জন্য চুল কামিয়ে ফেললেন হেয়ার ড্রায়ার! তরুণীর সহমর্মিতাকে কুর্নিশ

সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভাইরাল হয় যা দেখে মন যেমন ভরে যায় তেমনই অনুপ্রেরণাও যোগায়। এবার তেমনই এক কাহিনী ভাইরাল হয়েছে। এক বৃদ্ধার জন্য তার হেয়ার ড্রেসার যা করলেন, সেই ঘটনাকে কুর্নিশ জানিয়েছে গোটা নেট দুনিয়া।

ক্যান্সারের মতো মারণ রোগ শরীরে থাবা বসালে শারীরিক যন্ত্রণার পাশাপাশি মানসিক রোগও চেপে ধরে। সব থেকে বেশি কষ্ট হয় সাধের চুল ঝরে যাওয়ায়। তাই অনেকেই আগে থেকে চুল কেটে ফেলেন।

   
 ⁠

স্টেজ থ্রি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন আমেরিকার বাসিন্দা লরেইন নামের এক মহিলা। চুল পড়ে যাওয়ার আগেই তিনি তাই আমেরিকার এক স্যালোঁতে গিয়েছিলেন চুল কেটে ফেলতে। চুল কাটতে গিয়েই কেঁদে ফেলেন তিনি। এরপরেই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা।

  
 ⁠

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, লরেইনকে এই যুদ্ধে সমর্থনের জন্য হেয়ারড্রেসার নিজের চুল কেটে ফেলে দেন। তাঁর এই সহমর্মিতা মন জিতে নিয়েছে সকলের। সেই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়েছে ইন্টারনেটে। ওই হেয়ার ড্রেসারকে কুর্নিশ জানিয়েছে সকলে।

ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, “হেয়ারড্রেসার এই কাস্টোমারকে চিনতেন না। কিন্তু তিনি কিছু বলার আগেই হেয়ারড্রেসার তাঁর কষ্টটা অনুভব করতে পেরেছেন। লরেইন যে ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধে একাকী বোধ করছিলেন তা বুঝতে পেরেছিলেন হেয়ারড্রেসার। তাই সহমর্মিতা দেখাতে তিনি নিজের মাথা কামিয়ে নেন।”

যুবতীর এই কাণ্ড দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন লরেইন। অঝোরে কাঁদতে থাকেন। তারপর ন্যাড়া মাথায় দু’জনে পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন। এই ভাবে সাপোর্ট করার জন্য লরেইন তাঁকে আদরও করেন।