গোছা গোছা চুল পড়ছে? কোন চিরুনি ব্যবহার করলে মুক্তি মিলবে জানেন?

Avatar

Published on:

গোছা গোছা চুল পড়ছে? কোন চিরুনি ব্যবহার করলে মুক্তি মিলবে জানেন?

চুলের সমস্যায় আমরা কম বেশি সকলেই জর্জরিত। বর্ষাকালে চুল পড়া হোক কিংবা চুলের গোড়া হালকা হয়ে যাওয়া একাধিক সমস্যায় নাজেহাল সকল মেয়েরাই। কিন্তু চুল পড়ার পেছনে কোন চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছেন সেই বিষয়টিও অনেকটা প্রভাব ফেলে। তাই কিভাবে কোন চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছেন একটু নজর দিলে এই সমস্যা অনেকটা এড়ানো যেতে পারে।

আমরা অনেকেই প্লাস্টিকের চিরুনি নিয়ে চুল আঁচড়াই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যদি প্লাস্টিকের বদলে কাঠের চিরুনি নিয়ে চুল আঁচড়ানো যায় তবে চুল পড়ার সমস্যা অনেকটা মিটে যায়। কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে রক্ত সঞ্চালন বাড়ে। যা প্লাস্টিকের চিরুনিতে হয় না।

   
 ⁠

স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়লে হেয়ার ফলিকল স্টিমুলেট হয়। যা চুলের বৃদ্ধির সহায়ক। তাই কাঠের চিরুনি ব্যবহার করলে চুল ওঠার সমস্যা থেকে অনেকটাই মুক্তি সম্ভব।

  
 ⁠

চুলে প্লাস্টিক চিরুনির ঘর্ষণের ফলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি উৎপাদন করে। এতে চুল পড়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু কাঠের চিরুনি ব্যবহারের ফলে এই সমস্যা হয় না। তবে যে চিরুনিই ব্যবহার করুন না কেন তাকে নিয়মিত পরিষ্কার করতে হবে।