চুলের সমস্যায় জর্জরিত, ক্রমেই মাথা থেকে চুল উঠে যাচ্ছে? তাহলে একটি ঘরোয়া টোটকা ব্যবহার করে চুলের স্বাস্থ্য ভালো করতে পারেন ঘরে বসেই। এর জন্য কোনরকম দামি প্রসাধনী ব্যবহার করতে হবে না। শুধুমাত্র একটি পাতার ব্যবহারেই চুল হয়ে উঠবে আরও ঝকঝকে।
এইজন্য লাগবে কলাপাতা। শুনতে অবাক লাগলেও বিশেষজ্ঞরা বলছেন কলাপাতা চুলের জন্য দারুন উপকারী। প্রথমে একটি কলাপাতা নিয়ে ভালোভাবে ধুয়ে বেটে নিতে হবে। এরপর সেই কলাপাতা বাটা টিকে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিতে হবে।
এই কলাপাতা বাটা চুলের গোড়ায় লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। বেশ খানিকক্ষণ রেখে এরপর চুল ধুয়ে ফেলুন। এক সপ্তাহ এই টোটকা ব্যবহার করলেই চুল পড়া বন্ধ হবে নিমেষে। এমনকি খুশকি ও যেমন দূর হবে তেমন চুলের গোড়াও শক্ত হবে।
তবে শুধু চুলের ক্ষেত্রে নয় ত্বকের জন্যেও এই কলা পাতার দারুণ উপকারী। বেসনের সঙ্গে কলাপাতা বাটা দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে পারেন। এরপর সেই মিশ্রণ মুখে ফেসপ্যাক এর মত মেখে খানিকক্ষণ রেখে দিন। সেই ফেসপ্যাক শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। এর ফলে রোদে পোড়া দাগ দূর হবে। ত্বক হয়ে উঠবে আরো মসৃণ ও ঝকঝকে।