প্রথম অভিনয়েই তাক লাগিয়েছিলেন! এখন কী করছেন বজরঙ্গি ভাইজানের মুন্নি?

মনে আছে বজরঙ্গি ভাইজানের মুন্নিকে? সেসময় সালমান খানের সঙ্গে অভিনয় করে তাক লাগিয়েছিলেন শিশু শিল্পী। আসল নাম হরষালি মালহোত্রা। এখন এই শিশুশিল্পী কোথায় আছেন জানেন? কীই বা করছে সে এখন?

কালের নিয়মে এখন আর ছোট নেই মুন্নী। অনেকটাই বড় হয়ে গিয়েছে সে। আর সঙ্গে দারুন গ্ল্যামারাসও হয়েছে। ফলে এখন তাঁকে দেখলে সত্যিই চেনা দায়।মুম্বইতে সম্প্রতি পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছেন হরষালি। বেগুনি কুর্তা পাজামায় দারুণ দেখাচ্ছিল তাঁকে। ঝকঝকে হাসিতে ফের একবার ফ্যানেদের মন জয় করেছেন অভিনেত্রী।
আপাতত, পড়াশোনা নিয়ে ব্যস্ত হরষালি। তবে ভাল কোনও চরিত্রের অফার পেলে তাঁর আবারও অভিনয় করার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন তিনি। সালমান খানের বিপরীতে অভিযান করে তাক লাগিয়েছিলেন হরষালি।

তবে সলমান খানের সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা প্রসঙ্গে সে এক সাক্ষাৎকারে জানান, ‘উনি খুবই ব্যস্ত মানুষ। আমাদের খুব বেশি কথা হয় না। তবে জন্মদিন ও বিশেষ কোনও অনুষ্ঠান উপলক্ষে শুভেচ্ছ জানিয়ে ফোন করি।’ কবুল হ্যায় ও লওট আও তৃষা সিরিয়ালেও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে।