ভারতকে শুভেচ্ছা জানালেও ব্রাত্য রেখেছেন শামিকে! এই ক্রিকেটারের স্ত্রী অভিনয় করেছেন সৌমিত্রর সঙ্গেও

বিশ্বকাপে ভারতের হয়ে সেমি ফাইনালে সাতটি উইকেট নিয়েছেন শামি। তার প্রশংসায় এখন পঞ্চমুখ ভক্তরা। এর মধ্যেই একবার বিতর্কিত মন্তব্য করে ফের চর্চায় এলেন শামির স্ত্রী হাসিন জাহান। একই সঙ্গে নজরে এলো তার ক্যারিয়ার গ্রাফও।
প্রথম দিকে কলকাতা নাইট রাইডার্সের চিয়ারলিডার হিসেবে দেখা গিয়েছিল হাসিন জাহানকে। একই সঙ্গে তিনি অভিনয় জগতের সঙ্গেও যুক্ত ছিলেন। করেছেন মডেলিংও। জানা যায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেও অভিনয় করেছেন তিনি।
রিয়ালিটি শো নামক একটি ছবিতে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাকে। এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় সহ পিয়া সেনগুপ্ত, কাঞ্চনা মৈত্র, ঋতব্রত ভট্টাচার্য, প্রমুখকে দেখা গিয়েছিল। সেখানে এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
কার্যত বৈচিত্র্যময় হাসিন জাহানের জীবন। জানা যায় জীবনের প্রথম দিকে এক মুদি দোকানের মালিকের সঙ্গে প্রেম করে বিয়ে হয় তার। তাদের দুটি সন্তানও রয়েছে। তবে আট বছরের মধ্যেই সেই সম্পর্কে বিচ্ছেদ হয়।
এরপর শামীর প্রেমে পড়েন তিনি। ২০১৪ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের একটি মেয়েও আছে, আয়ারা। কিন্তু এক্ষেত্রেও প্রথম বিয়ের মতোই হাসিনের দ্বিতীয় বিয়েও বেশিদিন সুখকর হয়নি। ২০১৮ সালে তাঁদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। এই ভারতীয় পেসারের নামে একাধিক অভিযোগ আনেন তিনি। বর্তমানে তাঁদের ডিভোর্সের কেস চলছে।