ও উঠে দাঁড়াবেই! মারণ রোগে আক্রান্ত সঞ্জয় দত্তকে নিয়ে কী জানালেন অভিনেতার বোন?

Published on:

ও উঠে দাঁড়াবেই! মারণ রোগে আক্রান্ত সঞ্জয় দত্তকে নিয়ে কী জানালেন অভিনেতার বোন?

বলিউডের অন্যান্য তাবড় তাবড় অভিনেতাদের মধ্যে অন্যতম সঞ্জয় দত্ত। তার অভিনয় দেখলেই সিনেমা হলে হাততালির বন্যা বয়ে যায়। এই অভিনেতাই ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন। এখন কেমন আছেন তিনি?

ফুসফুসের ক্যান্সারের চতুর্থ স্টেজে রয়েছেন সঞ্জয় দত্ত। কিন্তু এর মধ্যেও চুটিয়ে অভিনয় করছেন তিনি। এবার তার শারীরিক অবস্থা নিয়ে বড় আপডেট দিলেন তার বোন। দাদা কেমন আছেন সে বিষয়ে মুখ খুললেন তিনি।

   
 ⁠

সঞ্জয় দত্তের বোন প্রিয়া দত্ত জানান, “আমার মনে হয়, অন্য কারও সমস্যা আমাদের কাছে আরও বেশি সমস্যার হয়। তবে আমরা দুঃসময় কাটিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরেছি। আমার ভাই এমন একজন মানুষ যে, যা হবে সব সামলে নেয়। আপনি ওকে বেশিদিন দমিয়ে রাখতে পারবেন না। ও উঠে দাঁড়াবেই”।

  
 ⁠

অসুস্থতাকে সঙ্গে নিয়েই নিজের বাকি থাকা ছবির সমস্ত কাজ শেষ করেছেন সঞ্জয়। প্রথমে কেমোথেরাপি প্রথমে নিতে চাননি। অভিনেতা বলেন, চেক আপের পরে তাঁর দম আটকে আসছিল। তাঁর ফুসফুসে জল জমেছে। প্রথমে নিউমোনিয়া ভেবেছিলেন চিকিৎসকরা। পরে বোঝা যায় মারণ রোগে আক্রান্ত তিনি।