সম্মতি না নিয়েই বলপূর্বক চুমু! এই অভিনেতার কাণ্ডে বেজায় চটেছিলেন রেখা

Published on:

সম্মতি না নিয়েই বলপূর্বক চুমু! এই অভিনেতার কাণ্ডে বেজায় চটেছিলেন রেখা

তিনি বরাবরই রহস্যময়ী। তার রূপের মায়ায় মোহিত গোটা দুনিয়া। অভিনেত্রী রেখা যেন ভারতীয় চলচ্চিত্রের এক রহস্যময়ী উপাখ্যান। তার সৌন্দর্য চালচলন চারিত্রিক বৈশিষ্ট্য সবই যেন মায়ায় মোড়া। সত্তরের দশকের এই অভিনেত্রী আজও একই রকম এভারগ্রীন অভিনেত্রী রেখা।

রেখার জন্য পাগল আট থেকে আশি সকল বয়সের পুরুষরা। তবে এই অভিনেত্রীকেই এক অভিনেতা জোর করে চুমু খেয়েছিলেন।তাঁর থেকে কোনও রকম অনুমতি না নিয়েই নাকি এই কাণ্ড ঘটিয়েছিলেন সেই অভিনেতা। আর এতে বেজায় চটে যান রেখা।

   
 ⁠

রেখা জানান, এই চুম্বনের আগে কোনও সম্মতি নেওয়া হয়নি। রেখা: দি আনটোল্ড স্টোরি’ গ্রন্থে এই কথা জানানো হয়েছিল। ছবির নায়ক কোনও কিছু না বলে এবং সম্মতি না নিয়েই হঠাৎ রেখার ঠোঁটে চুম্বন করেছিলেন। এই ঘটনার পরে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন রেখা।

  
 ⁠

সেই অভিনেতাও এই কথা স্বীকার করেছিলেন। তিনি জানান, চিত্রনাট্যের প্রয়োজনে তাঁকে ওই ভাবে চুম্বন করারই দরকার ছিল। নিজের আনন্দের জন্য নয়। ছবির দরকারে তিনি এটা করেছিলেন।