হঠাৎই সরে দাঁড়ালেন নায়ক! দিতিপ্রিয়ার নতুন ধারাবাহিকের হিরো হবে কে?

Published on:

হঠাৎই সরে দাঁড়ালেন নায়ক! দিতিপ্রিয়ার নতুন ধারাবাহিকের হিরো হবে কে?

ফের ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া রায়। তার অভিনয় দক্ষতা দিনে দিনে আরো মজবুত হচ্ছে। প্রশংসা করেছেন দর্শকদের। বহুদিন তাঁকে ছোট পর্দায় দেখা যাচ্ছে না। তবে শোনা গেল ফের ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী। কিন্তু হঠাৎই হিরো বদল এই নতুন ধারাবাহিকের।

জি বাংলার এই আসন্ন ধারাবাহিকের নাম তোমাকে ভালোবেসে। কবে থেকে শুরু হবে এই মেগা সেটাও এখনও ঘোষণা করা হয়নি। তবে ধারাবাহিকের প্রচারে লেখা হয়, ‘ভালোবাসা সত্যি হলে, মাটিতেও আকাশ নেমে আসে।’

   
 ⁠

এই ধারাবাহিকে দিতিপ্রিয়ার বিপরীতে অভিনয় করার কথা ছিল হর গৌরী পাইস হোটেলের রাহুল মজুমদারের। লুক সেটের পর সরে দাঁড়ালেন তিনি। এই বিষয়টি স্বীকার করেছেন অভিনেতাও।

  
 ⁠

রাহুল বলেন, “আসলে সিরিয়ালটার কাজ শুরু হতে খানিক বিলম্ব হচ্ছিল, এর মাঝেই আমার সিসিএলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জানুয়ারিতেই সেলিব্রিটি ক্রিকেট লিগ শুরু, আপতত সেটায় ফোকাস করতে চাই, আরও একটা কারণ রয়েছে”।

জানা গিয়েছে, জি বাংলার এক নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই চ্যানেলের তরফে প্রকাশ্যে আনা হয়েছে প্রোমো। দেখা যাচ্ছে দিতিপ্রিয়া রায় তাঁর বন্ধুদের সঙ্গে গ্রামে সাইকেল চালাচ্ছেন। তবে এখন নায়ক কে হবে সেই নিয়ে কিছু বলা হয়নি।