চলছে কেমো, শরীরে অসহ্য যন্ত্রণা! তার মাঝেও একী করছেন হিনা? ভিডিও দেখে অবাক অনুরাগীরা

Avatar

Published on:

চলছে কেমো, শরীরে অসহ্য যন্ত্রণা! তার মাঝেও একী করছেন হিনা? ভিডিও দেখে অবাক অনুরাগীরা

স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন হিনা খান। তৃতীয় পর্যায়ে রয়েছেন এই মারণ রোগের। চিকিৎসা চলছে তার। কেমো নেওয়ার আগে নিজের চুল দান করেছিলেন অভিনেত্রী। সম্পূর্ণ ন্যাড়া হওয়ার ভিডিও দিয়েছিলেন। এবার শরীর চর্চা করার ভিডিও দিলেন তিনি।

ভিডিওতে দেখা যাচ্ছে, বৃষ্টির মধ্যেও ছাতা মাথায় শরীরচর্চা করতে জিমে গিয়েছেন হিনা। ক্যাপশনে লিখেছেন, “সুস্থ জীবনযাপন বজায় রাখতে যে কোনও ধরনের শরীরচর্চা করা খুব জরুরি। বিশেষ করে, শারীরিক অসুস্থতার সময়ে এটা আরও জরুরি। নিয়মিত শরীরচর্চা করলে শারীরিক ভাবে নিজেকে যথেষ্ট শক্তিশালী মনে হয়। পাশাপাশি, মানসিক সুস্থতাও বজায় থাকে”।

   
 ⁠

দিন কয়েক আগে যে ভিডিও হিনা দিয়েছিলেন, তাতে দেখা গিয়েছিল, কেমো দেওয়ায় চুল উঠে যাচ্ছে তাঁর। বালিশ ভর্তি চুল, হাতে চুল। সেই ভিডিওতেই একটি বার্তা দিয়েছেন অভিনেত্রী। আর সেই বার্তা পড়ে চোখে জল অনুরাগীদের।

সেখানে হিনা লিখেছেন, “চুল কেটে ফেলেছিলাম ছোট করে। ভালই লাগছিল বিষয়টা। কিন্তু এই পিক্সি কাট বেশিদিন রাখতে পারলাম না। আবার যখন নতুন চুল আসবে, আমি এই পিক্সি কাটটাই রাখব। এখন এই কাটটাকে আলবিদা জানাতেই হচ্ছে”।