জল্পনা উঠেছিল হয়তো থাইরয়েডের ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান। তবে তিনি নিজেই জানিয়েছেন স্তন ক্যান্সারের তৃতীয় ধাপে আছেন তিনি। তবে এখন আপাতত সুস্থ রয়েছেন। চিকিৎসা চলছে। এই পরিস্থিতিতে সমাজের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন তিনি।
হিনা সোশাল মিডিয়ায় বেশ সক্রিয়। সর্বক্ষণের আপডেট শেয়ার করে নেন তাঁদের সঙ্গে। এবারও তাঁর একটি পোস্ট থেকেই ক্যানসারে আক্রান্ত হওয়ার জল্পনা তুঙ্গে ওঠে। যা কিনা অনুরাগীদের উদ্বেগ বাড়িয়েছে দ্বিগুণ।
নিজের ইনস্টাগ্রামে পোস্টে হিনা খান জানান, “আমার সফরের একটি জানালা৷ এই পোস্টটা সমস্ত সাহসী, লড়াকু, পুরুষ ও মহিলাদের জন্য যারা এই লড়াইটা করছেন৷ আমি চাই, আমার সফর যেন ওঁদের অনুপ্রেরণা জোগায়৷ তবে মনে রাখবেন, আমাদের শরীরে হয়তো দাগ থাকবে তবে আমরা ভয় পাব না৷ এই কঠিন সময় ঠিক পেরিয়ে যাবে”।
কিছুদিন আগেই এই রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে অভিনেত্রী লিখেছিলেন, “আমার চিকিৎসা শুরু হয়েছে। প্রয়োজনীয় সবকিছুই মেনে চলছি। এই সময়ে আমার গোপনীয়তাকে সম্মান করবেন আপনারা। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ পেয়ে আমি সত্যিই ধন্য। ঈশ্বরের আশীর্বাদে আমি এবং পরিবারের সকলেই পজিটিভ থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, এই যুদ্ধে আমি জিতবই। দয়া করে আমার জন্য প্রার্থনা করবেন”।
অনুরাগীদের প্রার্থনা করার কথা বলে তিনি জানান, “যাঁরা আমাকে ভালোবাসেন, আমার জন্য উদ্বিগ্ন তাঁদের বলছি, আমি স্তন ক্যানসারে আক্রান্ত। মারণ রোগের তৃতীয় ধাপ। খুব কঠিন চ্যালেঞ্জ বটে, তবে সকলকে আশ্বস্ত করছি যে আমি সুস্থ রয়েছি। এই রোগ জয় করার জন্য যতটা মনোবল থাকা প্রয়োজন বা যতটা শক্তির প্রয়োজন, সবটাই রাখছি”।