কোনও যুদ্ধেই সহজে জয় আসে না! কঠিন লড়াইয়ে জীবনমুখী বার্তা হিনার

Published on:

সবই সাময়িক, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ! ক্যান্সারের তৃতীয় পর্যায়ে এসেও সমালোচনার শিকার হিনা খান

স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন হিনা খান। তৃতীয় পর্যায়ে রয়েছেন এই মারণ রোগের। চিকিৎসা চলছে তার। কেমো নেওয়ার আগে নিজের চুল দান করেছিলেন অভিনেত্রী। সম্পূর্ণ ন্যাড়া হওয়ার ভিডিও দিয়েছিলেন। মন ভালো করতে মালদ্বীপে গিয়েও ছুটি কাটিয়েছেন অভিনেত্রী। এবার এই লড়াই যে কতটা কষ্টের সেই কথাই জানালেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় হিনা। নিজের জীবনের প্রতি মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তাই এবার ঘুরতে গিয়েও তার ব্যতিক্রম হল না। জীবনমুখী বার্তা দিয়ে ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।

   
 ⁠

হিনা বলেছেন, “প্রতি দিন নিজেকে প্রস্তুত করে যুদ্ধে নামতে হবে। দরকারে প্রতি দিন একই কথা বার বার নিজেকে বোঝাতে হবে। কোনও যুদ্ধেই সহজে জয় আসে না”।

  
 ⁠

তিনি লেখেন, “সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠিন পরিস্থিতি আর জীবনের মধ্যে একটা ভারসম্য রাখতেই হবে আমাকে। হাসিমুখে, হার-না-মানা মনোভাব নিয়ে ভাবতে হবে, টানেলের শেষ প্রান্তে সত্যিকারের আনন্দ অপেক্ষা করে রয়েছে। নিজেকে আমি এটাই বোঝাই। আর আপনাদেরও এটা বলতে চাই”।

কিছুদিন আগে এক ছবি দিয়েছিলেন তিনি। তাতে দেখা যাচ্ছিল, এক হাতে ক্যাথিটার, অন্য হাতে লাল তরলের ব্যাগ। তাতেই লাগানো নল। মাথা ঢাকা টুপি দিয়ে। হাসপাতালের করিডোরে হেঁটে যাচ্ছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লেখেন, “আলোর দিকে হেঁটে যাচ্ছি, ছোট ছোট পায়ে হেঁটে চলেছি আমার আশার দিকে নতুন করে। প্রার্থনা করবেন”।