আশার দিকে চলেছি একটু একটু করে! যন্ত্রণার মাঝেও আলোর পথে বিশেষ বার্তা হিনার

Published on:

আশার দিকে চলেছি একটু একটু করে! যন্ত্রণার মাঝেও আলোর পথে বিশেষ বার্তা হিনার

স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন হিনা খান। তৃতীয় পর্যায়ে রয়েছেন এই মারণ রোগের। চিকিৎসা চলছে তার। কেমো নেওয়ার আগে নিজের চুল দান করেছিলেন অভিনেত্রী। সম্পূর্ণ ন্যাড়া হওয়ার ভিডিও দিয়েছিলেন। মন ভালো করতে মালদ্বীপে গিয়েও ছুটি কাটিয়েছেন অভিনেত্রী। ফের একবার হাসপাতাল থেকে ছবি আপলোড করে দিলেন আশার বার্তা।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় হিনা। নিজের জীবনের প্রতি মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তাই এবার ঘুরতে গিয়েও তার ব্যতিক্রম হল না। হাসপাতালের এক মুহূর্তের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।

   
 ⁠

ছবিতে দেখা যাচ্ছে, এক হাতে ক্যাথিটার, অন্য হাতে লাল তরলের ব্যাগ। তাতেই লাগানো নল। মাথা ঢাকা টুপি দিয়ে। হাসপাতালের করিডোরে হেঁটে যাচ্ছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লেখেন, “আলোর দিকে হেঁটে যাচ্ছি, ছোট ছোট পায়ে হেঁটে চলেছি আমার আশার দিকে নতুন করে। প্রার্থনা করবেন”।

  
 ⁠

মাস দুয়েক আগেই মলদ্বীপে স্কুবা ডাইভিংও করেছেন হিনা। ছবি দিয়েছেন সেখান থেকে। কোথাও আবার সাগরের ধারে বসে খাবার খেতেও দেখা গিয়েছে হিনাকে। অভিনেত্রীকে ঘোড়ায় চড়ে সমুদ্রের তীরে যেতে দেখা গিয়েছিল। ক্যাপশনে তিনি লিখেছেন, “সুখ অনেক ভাবে আসে। খুব প্রয়োজন রোদ ঝলমলে ছুটির দিনগুলো উদযাপন করা”।