স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন হিনা খান। তৃতীয় পর্যায়ে রয়েছেন এই মারণ রোগের। চিকিৎসা চলছে তার। এই পরিস্থিতিতে তিনি বলেছিলেন মানসিক শান্তি খুব প্রয়োজন এই সময়ে। পাশে থাকার মানুষের দরকার। তাঁর অবশ্য সেই মানুষ রয়েছে। এবার উসকে উঠল রকি ও হিনার বিয়ের প্রসঙ্গ।
রকির সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন হিনা। সেখানে দেখা যাচ্ছে কোথাও রকির কাঁধে মাথা রেখে বসে আছেন তিনি, আবার কোথাও রকি তার পায়ে মেসেজ করে দিচ্ছে। কোথাও আবার রকির বাড়ির থেকে আসা খাবারের ছবিও পোস্ট করেছেন তিনি।
কিছুদিন আগেই একটি রান্নার প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রেমিক রকির সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। অন্যান্য প্রতিযোগীরা তাঁদের একেবারে বরণ করে করে আপ্যায়ন করেন। এই ভাবে হাত হাত রেখে এই অনুষ্ঠানে রকি-হিনাকে ঢুকতে দেখে অনুরাগীদের প্রশ্ন সত্যি কবে তাঁরা এইভাবে এই যুগলকে দেখতে পাবে। যদিও নিজেদের বিয়ে নিয়ে এখনও কিছুই বলেননি এক জুটি।
দীর্ঘ ১৩ বছরের প্রেমিক এই কঠিন মুহূর্তে পাশে রয়েছে হিনার। এই প্রেমিক হলেন প্রযোজক রকি জয়সওয়াল। ২০০৯ সালে ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিক যখন শুরু করেন হিনা তখন সেই ধারাবাহিক প্রযোজনা করেছিলেন রকি। সেখান থেকেই তাঁদের আলাপ। এরপর বন্ধুত্ব এগিয়েছে সম্পর্কের দিকে।