স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন হিনা খান। তৃতীয় পর্যায়ে রয়েছেন এই মারণ রোগের। চিকিৎসা চলছে তার। কেমো নেওয়ার আগে নিজের চুল দান করেছিলেন অভিনেত্রী। সম্পূর্ণ ন্যাড়া হওয়ার ভিডিও দিয়েছিলেন। এবার ক্যান্সার আক্রান্ত হয়েও পালন করলেন নিজের দায়িত্ব।
ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানার আগেই একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তাব আসে তার কাছে। তিনি সেই প্রস্তাবে রাজিও হন। অগ্রিম টাকাও নেন। কিন্তু এরপরেই মারণ রোগের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে শুরু করে। কিন্তু নিজের কথা রাখতে তাও সেই অনুষ্ঠানে যান হিনা। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন তিনি।
হিনা লেখেন, “আপনারা সকলে জানেন আমার স্নায়বিক যন্ত্রণার (নিউরোপ্যাথিক পেইন) কথা। এই যন্ত্রণার কারণে এক মিনিটের বেশি দাঁড়িয়ে থাকা খুবই কঠিন হয়ে যায়। আসলে এই অনুষ্ঠানে যোগ দেব, কথা দিয়েছিলাম কয়েক মাস আগে। তখনও ক্যানসার চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি”।
তাঁর আরও সংযোজন, “খুবই ভয়ে ছিলাম। কিন্তু ঈশ্বর আমাকে শক্তি দেন। আমার স্বাস্থ্যের জন্য উদ্যোক্তাদের ভোগান্তি হোক চাইনি”। প্রথম দিকে তিনি অগ্রিম ফিরিয়ে দেবেন ভেবেছিলেন। কারণ অতক্ষণ দাঁড়িয়ে তাঁর পক্ষে অনুষ্ঠান করা সম্ভব ছিল না। নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এ দিন কোনও হিল তোলা জুতো পরেননি হিনা। শাড়ির সঙ্গে পরার জন্য বেছে নিয়েছিলেন এক জোড়া স্নিকার্স।
হিনার কথায়, এই কদিনে অনেক ক্যান্সার আক্রান্তদের সঙ্গে যোগাযোগ হয়েছে তাঁর। তাঁরা কেউ হিনার থেকে সুস্থ আবার কেউ তাঁর থেকেও বেশি অসুস্থ। কেমো নেওয়ার পরে তাঁরা লোকাল ট্রেন বা বাসে যাতায়াত করেন। তা-ও তাঁদের মুখে হাসি থাকে। এরাই অভিনেত্রীর অনুপ্রেরণা বলেও জানান তিনি।