এই সিদ্ধান্ত কঠিন সময়ে স্বস্তি দেবে! নতুন ভিডিও দিয়ে কোন সিদ্ধান্তের কথা জানালেন হিনা?

Avatar

Published on:

আমার জন্য প্রার্থনা করুন! ক্যান্সারের মাঝেই নতুন রোগের থাবা হিনার শরীরে

ক্যান্সার ধরা পড়ার পর থেকেই বিভিন্ন পর্যায়ের আপডেট অনুরাগীদের জন্য পোস্ট করেছেন হিনা। সদা হাস্যমুখেই দেখা গিয়েছে তাঁকে। স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন হিনা খান। তৃতীয় পর্যায়ে রয়েছেন এই মারণ রোগের। চিকিৎসা চলছে তার। কেমো নেওয়ার আগে নিজের চুল দান করেছিলেন অভিনেত্রী। সম্পূর্ণ ন্যাড়া হওয়ার ভিডিও দিয়েছিলেন। এবার আরও এক ভিডিও দিলেন তিনি।

নতুন ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সুন্দর পরচুলা তৈরি করেছেন হিনা। তাৎপর্যপূর্ণ বিষয় নিজের কেটে ফেলা চুল দিয়ে সেই পরচুলা বানিয়েছেন হিনা।একই সঙ্গে লিখেছেন একটি লম্বা ক্যাপশন।

   
 ⁠

তিনি লেখেন, “যে মুহূর্তে আমার রোগটি ধরা পড়ে, আমি জানতাম যে আমার চুল থাকবে না, তাই যতক্ষণ সেটা স্বাস্থ্যকর, লম্বা ও ঝলমলে ছিল তার মধ্যেই আমি সেটা নিজে কেটে ফেলার সিদ্ধান্ত নিই। আমি সিদ্ধান্ত নিই যে নিজের চুল দিয়েই পরচুলা তৈরি করব যা আমাকে এই কঠিন সময় খানিক স্বস্তি দেবে। এবং বলতেই হচ্ছে এটা বেশ সাহসী সিদ্ধান্ত ছিল, এবং আমি তার জন্য গর্বিত”।

  
 ⁠

তাঁর সমস্ত মহিলা অনুরাগীদের, যাঁরা একই ধরনের মারণ রোগে আক্রান্ত তাঁদেরও এই বার্তা দেন তিনি। নিজের কেটে ফেলা চুল দিয়েই পরচুলা বানানোর পরামর্শ দেন তিনি।

এর আগেই চুল কাটার ভিডিও দিতে হিনা লিখেছিলেন, “চুল কেটে ফেলেছিলাম ছোট করে। ভালই লাগছিল বিষয়টা। কিন্তু এই পিক্সি কাট বেশিদিন রাখতে পারলাম না। আবার যখন নতুন চুল আসবে, আমি এই পিক্সি কাটটাই রাখব। এখন এই কাটটাকে আলবিদা জানাতেই হচ্ছে”।