স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন হিনা খান। তৃতীয় পর্যায়ে রয়েছেন এই মারণ রোগের। চিকিৎসা চলছে তার। কেমো নেওয়ার আগে নিজের চুল দান করেছিলেন অভিনেত্রী। সম্পূর্ণ ন্যাড়া হওয়ার ভিডিও দিয়েছিলেন। মন ভালো করতে মালদ্বীপে গিয়েও ছুটি কাটিয়েছেন অভিনেত্রী। নিজের প্রতি মুহূর্তের আপডেট তিনি সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকেন। কিন্তু কিভাবে এতটা অকপট তিনি?
অভিনেত্রী বলেন, “অসুবিধার মুখোমুখি হয়ে, পালানোর বা এড়ানোর উচিত নয়, বরং এর মুখোমুখি হতে হবে। সমস্যা হলে যতই ভেঙ্গে পড়ুন না কেন শেষ পর্যন্ত নিজেকেই সাহসের সঙ্গে এর মোকাবিলা করতে হবে। আসলে প্রত্যেকের একটা নিজস্ব জার্নি রয়েছে। কান্নাকাটি বা অন্য কোনও পদ্ধতির মাধ্যমে হোক, প্রত্যেকেরই নিজের নিরাময়ের জন্য প্রয়োজনীয় সময় নেওয়া উচিত।
এই লড়াইয়ের মধ্যেও সব সময় পজেটিভ থাকেন তিনি। এই নিয়ে অভিনেত্রী বলেন, “পরিবার এবং প্রিয়জনদের প্রতিটি পদক্ষেপে সঙ্গে পেয়েছিলেন বলেই তিনি নিজেকে পজেটিভ রাখতে পেরেছেন। এত কষ্টের মধ্যে থাকার পরও হিনা তার কাজকে উপভোগ করেন, যেমন তার শো প্রচার করা, অভিনয় করা, এইসব তিনি কখনও বোঝা বলে মনে করেন না।”
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় হিনা। হিনা বলেন, “যে দিন ক্যানসারের কথা জানতে পারলাম, আমার প্রেমিক রকি এসেছিল বাড়িতে। চিকিৎসক আমাকে ফোন করেননি। রকিই আমাকে বলেছিল, রিপোর্ট পজ়িটিভ এবং ম্যালিগন্যান্সি রয়েছে”। চিকিৎসক যখন ফোন করেছিল তখন প্রেমিক রকি তাঁর বাড়িতেই ছিল বলে জানায় সে।
তবে এই লড়াইয়ের মধ্যেও কাজে ফিরছেন তিনি। অনুরাগীদের সঙ্গে শেয়ার করছেন তিনি এই খবর। হিনা বলেছেন, “যত বড়ই প্রতিকূলতা আসুক, তার মুখোমুখি তিনি তাঁর সবটুকু শক্তি দিয়ে দাঁড়াবেন”।