বিনোদন

জটিল অস্ত্রপচার পটল কুমারের! কী হয়েছে? এখন কেমন আছে হিয়া?

পটল কুমার গানওয়ালার কথা মনে আছে আশা করি। সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় এই পটল কুমার ওরফে হিয়া। কিন্তু সে এখন খুবই অসুস্থ। ভর্তি হাসপাতালে। অস্ত্রোপচার হয়েছে তাঁর।

জানা গিয়েছে, সিস্ট হয়েছিল পটল কুমার গানওয়ালা ওরফে হিয়া দের। বাদ গিয়েছে ১৫ সেন্টিমিটারের এক টিউমর। তার মা জানিয়েছেন, ইউটেরাসের পিছনে ১৫ সেন্টিমিটারের এক বড় টিউমার হয়। পরীক্ষা করাতেই ধরা পড়ে।

বৃহস্পতিবার অপারেশন হয়েছে তাঁর। আগামী দু’দিন হাসপাতালেই থাকতে হবে তাঁকে। তবে অস্ত্রোপচার সফল হওয়ায় কিছুটা স্বস্তিতে পরিবার। এখন আপাতত ভালো আছে সে।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় সে। হাসপাতালের শয্যায় শুয়ে শুয়ে ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে জানিয়েছে এখন ভালো আছে সে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা।

Back to top button