বাঁকা পটল! কোমর বেঁকিয়ে ছবি দিতেই সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের শিকার হিয়া

পটল কুমার গানওয়ালার কথা মনে আছে আশা করি। এবার ওই পটল কুমারের ছবি দেখেই তীব্র নিন্দার ঝড় উঠলো সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন হিয়া। আর তাতেই সমালোচনার ঝড় উঠেছে। ভালো কমেন্ট যেমন এসেছে তেমনই নেতিবাচক মন্তব্য করেছেন অনেকে।
ইদানিং বোল্ড লুকে একের পর এক ছবি আপলোড করছেন পটল কুমার গানওয়ালা ওরফে হিয়া। এদিকে ছবি আপলোড করতেই চরম নিন্দা শুরু হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবার একটি কোমর বেকানো ছবি আপলোড করলেন হিয়া। কালো ড্রেস পরা ওই ছবি আপলোড করতেই শুরু হল ফের কটাক্ষের ঝড়।
অল্প বয়সে বেশি পেকে গিয়েছে বলে মন্তব্য করেছেন একাধিক নেটিজেন। নিন্দে করে নেটিজেনরা লিখেছেন, “বাঁকা পটল”। ছবিটি মিরর সেলফি। অল্প বয়সে অভিনেত্রীর এই বোল্ড ছবি পছন্দ করছেন না দর্শকরা।
কিছুদিন আগেও ডেনিম স্কার্টের সঙ্গে কালো রঙের টপ পড়ে ছবি দিয়েছেন হিয়া। কিন্তু তার পোজ দেখে প্রায় রেগেই আগুন নেট দুনিয়া। সকলেই প্রায় তির্যক মন্তব্য করেছেন। কেউ কেউ তো বিরক্ত হয়ে তাঁকে পাঁকা পটল বলে আখ্যা দিয়েছেন। কেউ আবার লিখেছেন, “এই ড্রেস গুলো মোটেই মানাই না। আগে ছিল পটল কুমার এখন হয়েছে বেগুন কুমার’। এক নেটিজেন আবার পটলকে খোঁচা মেরে লিখেছেন, “বিকিনি লুকের ফটো শেয়ার করো”।
কিছুদিন আগেও হট প্যান্টে খোলা চুলে চোখে রোদ চশমায় ভিডিও দিয়েছিলেন পটলকুমার গানওয়ালা। গানের তালে পটলের রিল ভিডিয়ো ভাইরাল নেটপাড়ায়। এই ছবি দেখেই একেক জন একেক রকম মন্তব্য করেছেন।
কেউ লিখেছেন, “একটাই ড্রেস, আহা রে।” কেউ কটাক্ষ করে বলেছেন, “এবার বিকিনিতে তোমাকে দেখার জন্য অপেক্ষা করছি”। তবে কারোর কথায় আবার, “ভীষণ মিষ্টি! আমরা আগের পটলকেই চাই”। নেটিজেনরা নেগেটিভ মত পোষণ করলেও পটলের পোস্ট এনজয় করে তাঁর অনুরাগীরা। লেটেস্ট ভিডিয়োতে ফায়ার আর লাভ আই ইমোজিও দিয়েছেন ভক্তদের একটা বড় অংশ।