ঘরের পর্দার রংই বদলে দেবে ভাগ্য! মেনে চলুন এই টিপস রাতারাতি ফিরবে সুদিন

Avatar

Published on:

ঘরের পর্দার রংই বদলে দেবে ভাগ্য! মেনে চলুন এই টিপস রাতারাতি ফিরবে সুদিন

আমরা অনেকেই ঘরের রং এর সঙ্গে মানানসই করে জানলার বা দরজার পর্দা লাগাই। কিন্তু বাস্তব বিশেষজ্ঞরা জানাচ্ছেন ঘরের দিক অনুযায়ী পর্দার রং পছন্দ করলে ভাগ্য ফেরে তাড়াতাড়ি। ঘরের কোন দিকে কোন রঙের পর্দা লাগাবেন তার ওপর অনেকটাই নির্ভর করে আয়-বৃদ্ধি, মঙ্গল। তাই নিয়ম মেনে আজ থেকেই বদলে ফেলুন পর্দার রং।

অনেকেই বিশ্বাস করেন বাস্তুশাস্ত্র সুখী গৃহ কোণের অন্যতম কারণ। এছাড়াও সঠিক বাস্তুতন্ত্র মেনে চললে ঘরে যেমন ইতিবাচক প্রভাব পড়ে তেমন বিভিন্ন সমস্যা থেকেও সংসারকে বাঁচিয়ে রাখা যায়। এই বাস্তুশাস্ত্রের মধ্যে যেমন কোন দিকে ঠাকুরের আসন হবে বা কোন দিকে মাথা করে শোবেন সেই বিষয়টি থাকে পাশাপাশি থাকে ঘরের কোন দিকের পর্দার কি রং হবে সেই দিকটিও।

   
 ⁠

বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঘরের দেওয়ালে দু’টি স্তরের পর্দা ব্যবহার করা খুব শুভ। এতে ঘরের মধ্যে একটি পজিটিভ এনার্জি কাজ করে। আমরা অনেকেই রান্না ঘরে পর্দা ব্যবহার করি। সেক্ষেত্রে লাল, কমলা রঙের পর্দা ব্যবহার করা যেতে পারে।

  
 ⁠

ড্রয়িং রুমে বাদামি, ক্রিম, এই ধরনের রং ব্যবহার করুন। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন শোবার ঘরে সব সময় হালকা রঙের পর্দা ব্যবহার করা উচিত। এতে স্বামী স্ত্রীর সম্পর্ক আরো মধুর হয়ে ওঠে। এক্ষেত্রে হালকা নীল বা সাদা রঙের পর্দা ব্যবহার করা যেতে পারে। তবে আপনার ঘর যদি দক্ষিণমুখী ঘরের পর্দার রং হবে লাল। ইচ্ছে করলে হালকা হলুদ রংও বেছে নিতে পারেন।

উত্তরমুখী ঘরের জন্য নীল রঙের পর্দা ব্যবহার করতে পারেন।পশ্চিমমুখী ঘর হলে পর্দার রং অবশ্যই যেন হয় দুধ সাদা। পুর্বমুখী ঘর হলে ঘরের দেওয়ালে সবুজ রঙের পর্দা ব্যবহার করুন।