বর্ষাকাল মানেই স্যাঁতস্যাঁতে আবহাওয়া। ঘরে, জামা কাপড়ে বোটকা গন্ধ। সঙ্গে মশা মাছির উপদ্রব। মাছির জ্বালায় যেন জীবন অতিষ্ট হয়ে ওঠে। নানান রকম স্প্রে করেও সুরাহা মেলে না। তবে সহজ কিছু টিপস মেনে চললে খুব দ্রুত এই উপদ্রব দূর করা যেতে পারে। বর্ষাকালেও ঘর থাকবে একেবারে মাছি বিহীন।
বর্ষাকালে বেশিরভাগ সময় দেয়াল মেঝে ভেজা ভেজা থাকে। এক্ষেত্রে শুকনো কাপড় দিয়ে মোছার চেষ্টা করুন। অপ্রয়োজনে ঘর মোছার দরকার নেই। রোদ আসে এমন জানলা দরজা সব সময় খোলা রাখার চেষ্টা করুন।
ভিনিগার দিয়ে মাছি মেরে ফেলা যায়। মাছি ভিনিগারের গন্ধে আকৃষ্ট হয়। একটি পাত্রে কিছুটা ভিনিগার নিয়ে প্লাস্টিক দিয়ে পাত্রটি মুড়ে দিন। একটি পাত্র কিংবা ফুলদানির মধ্যে যে কোনও তরল পদার্থ রেখে, তার মুখে কাগজের চোঙা রাখুন, মাছির উপদ্রব কমবে।
ঘরে ধুনো দিলে যেমন জীবাণুমুক্ত হবে ঠিক তেমনি সুন্দর সুগন্ধ বেরোবে। এছাড়াও নিম তেলের সঙ্গে সুগন্ধি কিছু তেল মিশিয়ে ঘরের কোনায় কোনায় স্প্রে করতে পারেন। এতেঘরে দুর্গন্ধর সঙ্গে পোকামাকড়ও দূরে পালাবে।
ছোট ছোট ছিদ্র করে দিন যাতে মাছি ভেতরে প্রবেশ করতে পারে। এরপর আর সেখান থেকে মাছি বেরিয়ে আসতে পারে না, এভাবে মাছির সংখ্যা কমানো যেতে পারে। মাছি তাড়ানোর জন্য এক গ্লাস দুধের মধ্যে কয়েকটা গোলমরিচ এবং চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন, এরপর সেই মিশ্রণ রান্নাঘরের এক কোনায় রাখুন। এতে মাছির উপদ্রব কমে যাবে।