শীতকালে মধুর ব্যবহার আমরা সকলেই কম বেশি করে থাকি। খাওয়ার ক্ষেত্রে হোক কিংবা অন্যান্য ব্যবহারে সবেতেই মধু শীতকালে দারুন উপযোগী। রূপচর্চার ক্ষেত্রেও কিন্তু মধু বহু গুণ সম্পন্ন। বেশ কিছু উপায়ে মধু ব্যবহার করলে শীতকালেও ত্বকের উজ্জ্বলতা বজায় থাকবে।
শীতকালে আমাদের সকলের ত্বকই শুষ্ক হয়ে যায়। তাই এই সময় সরাসরি ত্বকে মধু লাগিয়ে কুড়ি মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এতে ত্বক হাইড্রেটেড হবে এমনকি ব্যাকটেরিয়াও দূর হবে। এছাড়াও বডি লোশন হিসেবে মধুর সঙ্গে অলিভ অয়েল বা নারকেল তেল মিলিয়ে ব্যবহার করলে ত্বক ময়েশ্চারাইজড হয়।
মধুর মধ্যে চিনি মিশিয়ে হালকাভাবে ত্বকে স্ক্রাবিং করলে ত্বকের মরা চামড়া উঠে যায় এবং ত্বক মসৃণ হয়। ঠোঁটে লেবু ও চিনি মিশিয়ে স্ক্রাবিং করলে ঠোঁট ফাটার সমস্যা দূর হয়। ঠোট হয় নরম মোলায়েম। এছাড়াও এলোভেরার সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলে ত্বক ঠান্ডা থাকে। মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ক্ষতি প্রতিরোধ করে।
রাতে ঘুমোতে যাওয়ার আগে নাইট ক্রিমের সঙ্গে দু ফোঁটা মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে ত্বক ভালো থাকবে। এছাড়াও কাঁচা দুধের সঙ্গে কেশর ও মধু মিশিয়ে মুখে লাগালে ত্বক হয় উজ্জ্বল।