গানে সবার থেকে এগিয়ে, কিন্তু লেখাপড়ায় কতটা পারদর্শী ছিলেন অরিজিৎ? সামনে এল রিপোর্ট কার্ড

Published on:

শাহরুখের কায়দায় নেচে মাতালেন অরিজিৎ! গায়কের সুপ্ত প্রতিভার ভিডিও ভাইরাল

খ্যাতি আকাশ ছোঁয়া হলেও পা এখনও সেই মাটিতেই রয়েছে অরিজিৎ সিংয়ের। অত্যন্ত সাদামাটা জীবন যাপন এই মানুষটার মূল ইউএসপি। তার সাধারণ জীবন কাটানোর অভ্যাসই তাঁকে অসাধারণ করে তুলেছে সকলের কাছে। গানের পাশাপাশি লেখাপড়ায় কতটা পারদর্শী ছিলেন গায়ক?

মুর্শিদাবাদের রাজা বিজয় সিং হাইস্কুলে পড়াশোনা করেছেন অরিজিৎ। এরপর স্কুল ফাইনাল পাশ করে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রাজা শ্রীপত সিং কলেজে ভর্তি হন তিনি। সেখান থেকেই গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন অরিজিৎ। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন গায়ক, তবে লেখাপড়ার থেকে বেশি সঙ্গীতের প্রতি ভালোবাসা ছিল তাঁর।

   
 ⁠

খুব কম বয়সেই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, তবলা বাজানো এবং পপ সঙ্গীতের পাঠ নেওয়া শুরু করে দিয়েছিলেন অরিজিৎ। শ্রদ্ধেয় রাজেন্দ্র প্রসাদ হাজারি, ধীরেন্দ্র প্রসাদ হাজারি এবং বীরেন্দ্র প্রসাদ হাজারির থেকে তালিম নিয়েছেন তিনি।

  
 ⁠

প্রসঙ্গত, গায়কের সন্তানরাও পড়েন জিয়াগঞ্জের এক বেসরকারি স্কুলে। সেই স্কুলের বাইরে আর পাঁচজন বাবার মতো সন্তানদের অপেক্ষায় বহুবার দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে অরিজিৎকে। তবে তাঁর ইচ্ছে তাঁর সন্তানদের তিনি শান্তিনিকতনে পড়াবেন। এই বিষয়ে ইতিমধ্যেই খোঁজ খবর নিতে শুরু করেছেন গায়ক।

সম্প্রতি তাঁর সঙ্গে দেখা করেছিলেন আরও এক গায়িকা পৌষালী ব্যানার্জী।শান্তিনিকেতনের মেয়ে পৌষালী। সেখানেই বেড়ে উঠেছেন তিনি। তাই ছেলেদের পড়ার বিষয়ে তাঁর থেকেই খোঁজ খবর নিয়েছেন অরিজিৎ।