হ্যাপি কাপল বলেই ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন হৃত্বিক ও সুজান। কিন্তু দুজনের মধ্যে হঠাৎ মনোমালিন্যের কারণে বিবাহ বিচ্ছেদ হয়েছে এই জুটির। কিন্তু তাও মাঝে মাঝেই একসঙ্গে দেখা যায় তাঁদের। সুজানের মুখে শোনা গিয়েছিল বিচ্ছেদের আসল কারণ। বিপুল পরিমাণে টাকা চেয়ে বসেন সুজান। কিন্তু কত টাকায় শেষে রফা হয়?
২০০০ সালে বিয়ে হয় সুজান ও ঋত্বিকের। টানা ১৪ বছরের সংসার এই জুটির, ২০১৪ সালে তাঁরা আলাদা হয়ে যান তাঁরা। সুজন খান খোরপোশ বাবদ হৃত্বিকের থেকে চেয়েছিলেন ৪০০ কোটি টাকা। যদিও শোনা যায় হৃত্বিক রোশন সেই পরিমাণ টাকা দিয়ে উঠতে পারেননি, পরবর্তীতে ৩৭৮ কোটি টাকায় সেই বিবাহ বিচ্ছেদ হয়।
বিচ্ছেদ হয়ে গেলেও দু’জনের মধ্যে আজও বন্ধুত্বপূর্ণ। ব্যক্তিগত জীবনে দু’জনের মন বেছে নিয়েছে অন্য দু’জনকে। কিন্তু একসঙ্গে দুই সন্তানকে মানুষ করছেন। এমনকি হৃত্বিক-সাবা, সুজান-আরসানাল মিলে একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন।
বিচ্ছেদ প্রসঙ্গে রাকেশ রোশন বলেন, “তাঁদের মধ্যে যা কিছু ঘটেছে, সেটা তাঁদের বিষয়। তবে আমার কাছে সুজান এখনও সেই সুজানই আছে। তারাই প্রেমে পড়েছিল, তাঁদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। তবে এটার সমাধান ওদের করতেই হবে। আমাদের জন্য, ও (সুজান) আমাদের বাড়িতে এসেছিলেন, এবং এখন ও আমার বাড়ির একজন সদস্য”।