চাকরি ছেড়ে জাগৃতিকে IAS তৈরি করলেন মা! প্রতিদানে কী দিল মেয়ে?

ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করার জন্য বাবা মা এদের অবদান থাকে অনস্বীকার্য। কোথাও প্রাণপাত করে আবার কোথাও নিজের পেশাকে জলাঞ্জলি দিয়ে ছেলেমেয়েদের সর্বাত্মকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যায় বাবা মায়েরা। আর এর পর যদি ছেলেমেয়ে মনের মত ভাবে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে তার থেকে বড় খুশি আর কিছুতেই হয় না।
সম্প্রতি এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে যাতে চোখে জল এসেছে নেটিজেনদের। মধ্যপ্রদেশের মেয়ে জাগৃতি অবস্থি। বাবা পেশায় হোমিওপ্যাথ চিকিৎসক এবং মা স্কুল শিক্ষিকা। মেয়ের স্বপ্ন পূরণের জন্য মা চাকরি ছেড়ে মেয়ের প্রস্তুতিতে সাহায্য করেন।এমনকী অবসরে পরিবারের বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম টিভির কেবিল কানেকশনও বন্ধ করে দেন তিনি।
২০২০ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন জাগৃতি। ভারত হেভি ইলেকট্রিকলস লিমিটেডে কর্মজীবন শুরু করেন তিনি। কিন্তু IAS হওয়ার স্বপ্ন তাকে তাড়া করে বেড়াত প্রতি মুহূর্তে।
এরপর স্বপ্ন পূরণের জন্য, তিনি চাকরি ছেড়ে UPAC-এর জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। প্রথমবার অবশ্য সফল হতে পারেননি তিনি। তবে কঠিন অধ্যবসায়ের জেরে জাগৃতি ২০২০ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে সকলকে চমকে দেন।
মায়ের ত্যাগকে সম্মান জানিয়ে এরপর জাগৃতি যা করেছে তা মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আইএএস জাগ্রতি অবস্থি সুযোগ পেয়ে তাঁর মাকে মিরাটে তাঁর অফিসে নিয়ে যান। সেখানে তাঁর চেয়ারে মাকে বসিয়ে যোগ্য সম্মান দেন তিনি।