ফুলসজ্জার খাটে গিনিকে অসহনীয় অত্যাচার রূপের! নতুন এপিসোডের ঝলক সামনে আসতেই ছি ছি রব

গুঞ্জন শোনা যাচ্ছে খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে ইচ্ছে পুতুল ধারাবাহিক। তবে এই ধারাবাহিক শেষ হওয়ার আগেই ফের একবার উসকে উঠল বিতর্ক। ধারাবাহিকের একটি দৃশ্য নিয়ে বেজায় খেপে গিয়েছেন দর্শকরা। আর তাই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
ওই দৃশ্যের আগাম ঝলকে দেখা যাচ্ছে, ভাত-কাপড়ের অনুষ্ঠান বাঞ্চাল করা, মদ খেয়ে রূপের বাড়ি ফেরা এই বিষয়গুলো দেখে রীতিমতো ভয় পাচ্ছে গিনি। এরপর এই সেই বিতর্কিত দৃশ্য দেখানো হয়। যেখানে দেখা যায় ফুলসজ্জার খাটে গিনিকে অকথ্য অত্যাচার করছে রূপ। সেখানে গিনি বাধা দিতে গেলে তার ওপর জোর করে শারীরিক নির্যাতন চালায় রূপ। একপ্রকার বৈবাহিক ধর্ষণ করে বলা চলে। আর এই দৃশ্য দেখেই বেজায় খেপে গিয়েছেন দর্শকরা।
পারিবারিক ধারাবাহিকে এই ধরনের দৃশ্য দেখানোর আপত্তি তুলেছেন দর্শকরা। এই ধরনের এপিসোড কোনভাবেই সৃজনশীল হতে পারে না বলেই মন্তব্য তাদের। ধারাবাহিক কোনোভাবেই শালীনতার মাত্রা অতিক্রম করতে পারে না বলে মত প্রকাশ করছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, শোনা যাচ্ছে শেষের পথে ইচ্ছে পুতুল ধারাবাহিক। নীলকে নিয়ে দুই বোনের টানাটানি দর্শক বেশ ভালোই উপভোগ করছে। তবে কিছুদিন আগে শোনা যাচ্ছিল, সৌরভের দাদাগিরি সিজন ১০-র আগমনে সপ্তাহে পাঁচ দিনের বদলে মাত্র চার দিন অর্থাৎ সোম থেকে বৃহস্পতি সম্প্রচারিত হবে এই মেগা। এর মাঝেই খবর ইচ্ছে পুতুলের শ্যুটিং শেষ হচ্ছে চলতি মাসেই।