সিরিয়াল

মোক্ষম সময়ে এন্ট্রি নিল নতুন নায়ক! মেঘের জীবনে নয়া মোড়, বেজায় খুশি ভক্তরা

মাত্র কয়েক মাস হল শুরু হয়েছে জি বাংলার নতুন সিরিয়াল ইচ্ছে পুতুল। আর এর মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। দর্শকরা দারুণ উপভোগ করছেন এই নতুন সিরিয়াল। আর শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই যে টুইস্ট দেখানো হচ্ছে তাতে আরো খুশি ভক্তরা।

সৌরনীল গল্পের মুখ্য চরিত্র মেঘের স্বামী। পেশায় একজন শিক্ষক। সে দাবি করে সে মেঘকে ভালোবেসে বিয়ে করেছে। কিন্তু মাঝেমধ্যেই এমনভাবে তার স্ত্রীকে সে অপমান করে যে নিজের অস্তিত্ব নিয়ে সংকটে পড়ে যায় মেঘ। আবার অপরদিকে দেখা যাচ্ছে মেঘের ননদ এখন যে ছেলেটির সঙ্গে সম্পর্কে জড়িয়েছে সে আগে মেঘকে বিরক্ত করতো। তাই নিয়ে যখন নিজের মানুষকে বাঁচাতে চায় সে দুশ্চরিত্র ছেলেটির থেকে।

এদিকে মেঘ নিজের ননদকে বাঁচাতে গিয়ে এমন ভাবে ফেঁসে যায় যাতে মনে হয় যে ওই ছেলেটির প্রতি মেঘই আকৃষ্ট রয়েছে। স্বাভাবিকভাবেই সৌরনীল তাকে ভুল বোঝে। এতেই সম্মান হারিয়ে ও স্বামী সৌরনীলকে পাশে না পেয়ে মেঘ বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে বসে।

এদিকে সৌরনীলের এ ধরনের ব্যবহারে যেমন বিরক্ত দর্শক মহল ঠিক অন্যদিকেই কাহিনীতে নতুন টুইস্ট আসায় বেশ খুশিও হয়েছে তারা। গল্পে দেখা যাচ্ছে সৌরনীল এবং মেঘের মধ্যে যখন ডিভোর্সের কথা চলছে সেই সময় মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার সময় হঠাৎই মেঘ অসুস্থ হয়ে পড়লে এন্ট্রি ঘটে নতুন নায়কের। এবার এই টুইস্ট দর্শকদের পছন্দ হওয়ার পর গল্প আবার কোন দিকে মোড় নেয় সেটাই এখনই দেখার।

Back to top button