প্রাক্তনের বিয়ের রাতেই আদুরে পোস্ট ইমনের! নেটিজেনরা দিলেন সান্ত্বনা

Published on:

বাংলা গানকে অস্কারের মঞ্চে পৌঁছে দিলেন ইমন! সুখবর পেয়ে উচ্ছ্বসিত গায়িকা

সদ্য বিবাহিত প্রাক্তন। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু নব দম্পতির ছবি। তার মধ্যেই ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট। এই সময়ে এই পোস্ট দেওয়া কি নিছকই কাকতালীয় নাকি রয়েছে কারণ তাই নিয়েই প্রশ্ন তুলছে নেটিজেনরা। কথা হচ্ছে শোভন সোহিনী ও ইমনকে নিয়ে।

সোমবার রাতেই সোহিনীর সঙ্গে চার হাত এক হয়েছে শোভনের। এরপরেই এক ইঙ্গিতপূর্ণ পোস্ট জ্বলজ্বল করছে সোশ্যাল মিডিয়ায়। যদিও পোস্টটি খুবই সাধারণ। তাও এই সময়ে এই পোস্টের গভীরতা নিয়েই প্রশ্ন উঠছে।

   
 ⁠

ইনস্টাগ্রামে স্বামী নীলাঞ্জনের সঙ্গে একটি ছবি আপলোড করেছেন ইমন। সেখানে তিনি লিখেছেন, ‘খুব প্রিয় একটি ছবি।’ এরপরেই নানাবিধ কমেন্টে ছেয়ে গেছে মন্তব্য বাক্স।

  
 ⁠

একজন লিখলেন, “আজই এই ছবিটা দিতে হল? যাক গে ভালই হয়েছে। সুখে আছেন। দেখে ভাল লাগছে।” আর একজন আবার শোভনের উপর বেজায় খাপ্পা হয়ে কমেন্ট করেই ফেলেছেন, “বেশ হয়েছে। বেশ লাগছেও আপনাদের। নীলাঞ্জনকেই আপনার সঙ্গে ভাল মানায়।”

এদিকে নানান জল্পনা কল্পনার অবসান করে, সমালোচনাকে দূরে সরিয়ে অবশেষে চার হাত এক হল। সাত পাকে বাঁধা পড়লেন শোভন ও সোহিনী। একেবারে ছিমছাম ভাবে সিঁদুর দান করে সম্পন্ন হল বিবাহ। শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদ নিয়ে শুরু হলো নতুন পথচলা।

কলকাতা থেকে খানিক দূরে পরিবারের সকলকে নিয়ে বসেছিল বিয়ের আসর। বাইরের মিডিয়া প্রবেশ না করলেও অনুরাগীদের অপেক্ষা করালেন না সোহিনী শোভন। বিয়ে সেরেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন ছবি। ক্যাপশনে লিখলেন, ‘দেখা হওয়ার এক বছরে / একই সাথে একই ঘরে।’ সোহিনীর মিষ্টি হাসির ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে অনুরাগী মহল।