কাজটা করতেই হবে, আমাদের ভালো থাকতে দিন! হঠাৎ এমন কেন বললেন ইমন?

Published on:

কাজটা করতেই হবে, আমাদের ভালো থাকতে দিন! হঠাৎ এমন কেন বললেন ইমন?

তিলোত্তমার বিচারের দাবিতে উত্তাল গোটা দেশ। সকলেই চাইছেন দোষীদের ফাঁসি। এরমধ্যেই অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ব্লগ, ডেইলি লাইফস্টাইল যেমন তারা করে থাকেন। মঞ্চে গান গাইছেন শিল্পীরা। শুটিংও করছেন। এই নিয়ে নেটিজেনদের একাংশ তোপ দেগেছে। এই পরিস্থিতিতে কীভাবে তারা এই কাজ করছেন তাই নিয়ে প্রশ্ন উঠেছে। এবার এই সবকিছুর জবাব দিলেন গায়িকা ইমন চক্রবর্তী।

ইমন সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে বলেন, “নমস্কার আমি ইমন, আমার সঙ্গে রয়েছে টিম। আমরা মেয়েদের সম্মানের জন্য, তাঁদের সম্মান রক্ষার্থে প্রতিটা মেয়ে আজ পথে নামছে। আমরা কীভাবে আজ অনুষ্ঠানটা করছি! আমরা অনুষ্ঠানটা করছি কারণ এটা আমাদের কাজ। আমাদের শিল্পীদের কাজ”।

   
 ⁠

তিনি আরও বলেন, “আমরা যাঁরা গানবাজনা করি, মঞ্চে উঠে গান করা, স্টুডিওতে গিয়ে গান করা, অভিনয় করা, সেটা যাই বলবেন না কেন, কাজটা আমাদের করতেই হবে। তাই কোনও বক্তব্য রাখার আগে আমরা যদি একটু সহানুভুতিশীল হই, আমার মনে হয় সেটা সকলের জন্যই ভাল। আপনারাও ভাল থাকুন, শিল্পীদেরও ভাল থাকতে দিন”।

  
 ⁠

তাঁর কথায়, বহু আগে থেকেই অনেক অনুষ্ঠান বাবদ শিল্পীরা অগ্রীম নিয়ে থাকেন। তাঁরা চুক্তিবদ্ধ থাকেন। সেই কারণেই কথামত মানুষকে বিনোদন দিতে উঠতে হচ্ছে মঞ্চে, ধরতে হচ্ছে গান।সোশ্যাল মিডিয়ায় সেই কথাই এবার স্পষ্ট করে জানিয়ে দিলেন গায়িকা ইমন চক্রবর্তী।