আজই আমার শেষ দিন! ডায়রির প্রতি পাতায় কেন সুইসাইড নোট লিখতেন ইমন?

Avatar

Published on:

কাজটা করতেই হবে, আমাদের ভালো থাকতে দিন! হঠাৎ এমন কেন বললেন ইমন?

জাতীয় পুরষ্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। মাঝে মাঝেই ভাইরাল হয় তাঁর বিভিন্ন পোস্ট। তবে জানেন কি একটা সময় ছিল যখন প্রতিদিনই সুইসাইড নোট লিখতেন ইমন। একটি টক শোতে এসে নিজেই জানিয়েছিলেন ইমন সেই কথা।

মায়ের কাছেই তাঁর গানের হাতে খড়ি। মা বেঁচে থাকা কালীন যখন ইমন রেওয়াজ করতেন সব সময় প্রতিবেশীরা টিপ্পনি কাটত। সেই সব কিছুর থেকে তখন আড়াল করত মা। কিন্তু ২০১৪ এর ফেব্রুয়ারিতে বড় বিপর্যয় নেমে আসে তার জীবনে। মাতৃ বিয়োগ ঘটে। অবসাদে ভুগতে থাকেন তিনি।

   
 ⁠

ঠিক সেই সময়ই পরিস্থিতির থেকে পালাতে আত্মহত্যার কথা ভাবেন গায়িকা। জানান, ডাইরির পাতা খুলে নিয়মিত সুইসাইড নোট লিখতে। লিখতেন, “আজই আমার শেষ দিন। এই মুহূর্তটা আমার জীবনের শেষ মুহূর্ত।” তবে সেই সময় গানই থেরাপির কাজ করেছিল।

  
 ⁠

সেই সময় অনুপম রায়ের করে দেওয়া সুযোগের প্রতি আজও কৃতজ্ঞতা জানান তিনি। অনুপম রায়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টও করেন গায়িকা।

প্রথম দিকে রবীন্দ্র সঙ্গীতই গাইতেন ইমন। অল্প বিস্তর পরিচিত থাকলেও জনপ্রিয়তা তেমন ছিল না। কিন্তু পরে প্রাক্তন ছবির তুমি যাঁকে ভালোবাসো গানটি গেয়ে খ্যাতির শীর্ষে উঠে এসেছেন তিনি। পেয়েছেন জাতীয় পুরষ্কারও।

এই গানের লেখক,সুরকার সবই অনুপম রায়। এক কথায় এই গানের জনক অনুপম। তাই সোশ্যাল মিডিয়ায় অনুপমকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘তুমি গান না বানালে আমার যে কী হত’? এই পোস্টে পাল্টা জবাব দিয়েছেন অনুপমও। সে লিখেছেন, ‘আরও ভালো হত ‘।