নিজেকে খুঁজে বের করুন! ক্যারিয়ারের মধ্য গগনে এসে হঠাৎ কেন এই উপলব্ধি ইমনের?

Published on:

প্রতিদিনই লিখতেন সুইসাইড নোট! কঠিন সময় পার করে কীভাবে ঘুরে দাঁড়ালেন ইমন চক্রবর্তী?

জাতীয় পুরষ্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। মাঝে মাঝেই ভাইরাল হয় তাঁর বিভিন্ন পোস্ট। একটা সময় ছিল এই গায়িকাকে এমন অবসাদ ঘিরে ধরেছিল যে প্রতিদিনই সুইসাইড নোট লিখতেন ইমন। কিন্তু সেই কালো অধ্যায় থেকে বেরিয়ে আসার তাঁর একমাত্র উপায় ছিল গান। আর গানের পাশাপাশি আরও একটা জিনিষ নিয়মিত করেন তিনি। তা হল শরীর চর্চা। এবার সেই ভিডিও প্রকাশ্যে আনলেন গায়িকা।

রোজ তিনি কী কী যোগ ব্যায়াম করেন গানের চর্চার পাশাপাশি সেই ভিডিওই দিলেন গায়িকা। সেখানে একের পর এক যোগা ব্যায়াম করে যাচ্ছেন তিনি। ক্যাপশনে ইমন লিখেছেন, “নিজের ব্যালেন্স খুঁজে বের করুন। গতির সঙ্গে বয়ে চলুন। আর আপনার মাথা, শরীর, মন, আত্মাকে একাত্ম করুন। প্রতিটি নিঃশ্বাস আপনাকে শান্তির কাছাকাছি নিয়ে আসবে”।

   
 ⁠

বেশ কিছুদিন আগে একটি টক শোতে এসে ইমন জানিয়েছিলেন, মায়ের কাছেই তাঁর গানের হাতে খড়ি। মা বেঁচে থাকা কালীন যখন ইমন রেওয়াজ করতেন সব সময় প্রতিবেশীরা টিপ্পনি কাটত। সেই সব কিছুর থেকে তখন আড়াল করত মা। কিন্তু ২০১৪ এর ফেব্রুয়ারিতে বড় বিপর্যয় নেমে আসে তার জীবনে। মাতৃ বিয়োগ ঘটে। অবসাদে ভুগতে থাকেন তিনি।

ঠিক সেই সময়ই পরিস্থিতির থেকে পালাতে আত্মহত্যার কথা ভাবেন গায়িকা। জানান, ডাইরির পাতা খুলে নিয়মিত সুইসাইড নোট লিখতে। লিখতেন, “আজই আমার শেষ দিন। এই মুহূর্তটা আমার জীবনের শেষ মুহূর্ত।” তবে সেই সময় গানই থেরাপির কাজ করেছিল।