এখন না গেলে আর হবে না! গায়কের থেকে কুপ্রস্তাব পেতেই সপাটে জবাব ইমনের

Published on:

প্রতিদিনই লিখতেন সুইসাইড নোট! কঠিন সময় পার করে কীভাবে ঘুরে দাঁড়ালেন ইমন চক্রবর্তী?

জাতীয় পুরষ্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। মাঝে মাঝেই ভাইরাল হয় তাঁর বিভিন্ন পোস্ট। একটা সময় ছিল এই গায়িকাকে এমন অবসাদ ঘিরে ধরেছিল যে প্রতিদিনই সুইসাইড নোট লিখতেন ইমন। একটি টক শোতে এসে নিজেই জানিয়েছিলেন ইমন সেই কথা। এবার জীবনের আরও এক তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন তিনি।

গায়িকা জানান, তাঁর বাবার সামনেই তাঁকে কুপ্রস্তাব দিয়েছিলেন এক গায়ক। যদিও সেই গায়কের নাম উল্লেখ করতে চাননি তিনি। ইমন এক পডকাস্ট অনুষ্ঠানে এসে বলেন, “একবার একটি শো করতে যাচ্ছিলাম। সঙ্গে ছিলেন এক বিখ্যাত গায়ক। একই গাড়িতে যাচ্ছিলাম আমরা। সঙ্গে আমার বাবাও ছিলেন। বাবা বসেছিলেন গাড়ির সামনের সিটে। আর আমি এবং সেই গায়ক বসেছিলাম মাঝের সিটে। যেহেতু বাবা ছিলেন ওই গায়ক ইশারায় আমায় বলেছিলেন ওনার সঙ্গে কোথাও যাওয়ার জন্য। আমি চুপ থাকিনি। সঙ্গে সঙ্গে জোরে উত্তর দিই আপনি কি এখনই যেতে চান? তখন বলেছিলাম এখন না গেলে আর কখনই হবে না। প্রথমেই যদি এ ভাবে প্রতিবাদ না করা হয় তাহলে কোনও দিনই কিছু হবে না”।

   
 ⁠

মায়ের কাছেই তাঁর গানের হাতে খড়ি। মা বেঁচে থাকা কালীন যখন ইমন রেওয়াজ করতেন সব সময় প্রতিবেশীরা টিপ্পনি কাটত। সেই সব কিছুর থেকে তখন আড়াল করত মা। কিন্তু ২০১৪ এর ফেব্রুয়ারিতে বড় বিপর্যয় নেমে আসে তার জীবনে। মাতৃ বিয়োগ ঘটে। অবসাদে ভুগতে থাকেন তিনি।

  
 ⁠

ঠিক সেই সময়ই পরিস্থিতির থেকে পালাতে আত্মহত্যার কথা ভাবেন গায়িকা। জানান, ডাইরির পাতা খুলে নিয়মিত সুইসাইড নোট লিখতে। লিখতেন, “আজই আমার শেষ দিন। এই মুহূর্তটা আমার জীবনের শেষ মুহূর্ত।” তবে সেই সময় গানই থেরাপির কাজ করেছিল।