ভয়াবহতা আতঙ্কের অপর নাম ক্যান্সার। বহু সেলিব্রেটির শরীরেই এই মারণ রোগ ধরা হয়েছে। বাদ যায়নি তারকাদের শিশুরাও। তেমনই ইমরান হাশমির ছোট্ট ছেলের শরীরেও থাবা বসিয়েছিল এই রোগ। সারাক্ষণ সন্তান হারানোর ভয়ে কাঁটা হয়ে থাকতেন অভিনেতা। তবে এখন অবশ্য সুস্থ আছে তাঁর ছেলে ।
অয়ন হাশমি। ইমরান হাশমির একমাত্র ছেলে। যখন তাঁর বয়স মাত্র সাড়ে তিন বছর তখন এই রোগ ধরা পড়ে। কিডনিতে ক্যান্সার ধরা পড়ে তার। প্রথম স্টেজে ধরা পড়েছিল। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত যমে মানুষে টানাটানি চলেছে।
২০১৯ সালে ইমরান একটি পোস্ট করে জানান, তাঁর ছেলে এখন ক্যানসারমুক্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিস্মৃতি তুলে ধরেছেন অভিনেতা। তিনি জানান, পারভিন বা ইমরান জানেন না, কীকরে তাঁরা সেই লড়াইটা লড়েছিলেন। এখন মনে পড়লে ভাবেন, একমাত্র একটাই আশা ছিল, ছেলে সেরে উঠবে। সেই মানসিক বলেই এতদূর এগিয়ে এসেছেন তাঁরা।
তিনি আরও বলেন, “তাঁদের থেকে অনেক কঠিন লড়াইটা লড়েছে তাঁদের ছেলে। শারীরিক, মানসিক কষ্ট তাকেই পেতে হয়েছে। তাই সে যোদ্ধা। এই নিয়ে একটি বইও লিখেছেন অভিনেতা। যার নাম দিয়েছেন, ‘দ্য কিস অফ লাইফ: আ সুপারহিরো অ্যান্ড মাই সন ডিফিডেট ক্যানসার।’