পাকিস্তানে দারুন জনপ্রিয় ‘কবিতা দিদি কা ইন্ডিয়ান খানা’! দেখুন অবিশ্বাস্য ভিডিও

Updated on:

পাকিস্তানে দারুন জনপ্রিয় 'কবিতা দিদি কা ইন্ডিয়ান খানা'! দেখুন অবিশ্বাস্য ভিডিও

পাকিস্তানে রমরমিয়ে চলছে হিন্দু পরিবারের ভারতীয় খাবারের দোকান। এই হোটেলে পাও ভাজির বিক্রি সবথেকে বেশি। আর করাচিতে হোটেল খুলে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছেন কবিতা দিদি।

পাকিস্তানের করাচিতে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের কাছে নিরামিষ-আমিষ খাবারের স্টল খুলেছেন কবিতা। দোকানের নাম দিয়েছেন ‘কবিতা দিদি কা ইন্ডিয়ান খানা’। পাকিস্তানিরা এই দোকানের পাও ভাজি, বড়া পাও, ডাল সামোসা খুব পছন্দ করছেন। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে করাচের লোকেরা এই খাবার একেবারে গোগ্রাসে খাচ্ছেন।

   
 ⁠

ইনস্টাগ্রামে কারামতখান_05 নামের আইডি থেকে এক ফুড ব্লগার একটি ভিডিও আপলোড করেছেন। সেখানে দেখা যাচ্ছে, করাচির লোকেরা এই স্টলের খাবার চেটেপুটে খাচ্ছেন। মানুষ কবিতা দিদির ইন্ডিয়ান খাবারের প্রশংসা করেছেন। নেটিজেনরা বলছেন এই মহিলাকে সকলের সাপোর্ট করা উচিত।

  
 ⁠

আমাদের দেশে এমন অনেক রেস্তোরাঁ রয়েছে, যেখানে ইতালিয়ান থেকে জাপানি এবং কোরিয়ান ফুড পাওয়া যায় তেমনই ভারতীয় খাবারের চাহিদাও রয়েছে বিশ্বজুড়ে। সেই সব বিদেশি খাবার ভারতীয়রা খুবই পছন্দ করেন। তেমনই পাকিস্তানে দারুন জনপ্রিয় রয়েছে ভারতীয় খাবারের এই স্টল। যেখানে সর্বদাই মানুষের ভিড় লেগেই থাকে। পাকিস্তানিরা সেখানকার খাবার দারুণ পছন্দ করেন।