অফবিট

রোমের রাস্তায় শাড়িতে ঝড় তুললেন ভারতীয় নারী! মুগ্ধ নেট দুনিয়া

বিদেশের রাস্তায় শাড়ি পরে হেঁটে চলেছেন এক ভারতীয় মহিলা। আর তাই দেখেই প্রশংসার বন্যা বয়ে গিয়েছে নেটদুনিয়া জুড়ে। জানা গিয়েছে মহিলার নাম পল্লবী রাজ। তিনি পেশায় একজন ডিজিট্যাল ক্রিয়েটর।

সম্প্রতি, ইনস্টাগ্রামে একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, একটি গোলাপী শাড়ি পরে রোমের রাস্তায় হেঁটে চলেছেন এক মহিলা। জানা গিয়েছে, বিবাহ বার্ষিকী উপলক্ষেই একেবারে বঙ্গনারী সেজে বিদেশের রাস্তায় ঘুরে বেড়িয়েছেন তিনি।

ক্যাপশনে পল্লবী লিখেছেন, “আমি যখন রোমে শাড়ি পরতাম তখন সেখানের লোকেরা কেমন প্রতিক্রিয়া দিয়েছিল! আমি আমার প্রথম বার্ষিকী উপলক্ষে শাড়ি পরে রোমের রাস্তায় ঘুরেছি। আমার পোশাকের প্রতি সেদেশের মানুষের প্রতিক্রিয়া ক্যাপচার করার কথা ভেবেছিলাম”।

পল্লবীর শেয়ার করা ভিডিওটি ৫০ লক্ষের বেশি ভিউ হয়েছে।শাড়ি পরে তাকে রোমের রাস্তায় দেখে সকলেই অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। একজন লিখেছেন, তার মা এক মাসের জন্য পুরো ইউরোপ (মিলান, ভেনিস, রোম, ভ্যাটিকান, সুইজারল্যান্ড) ঘুরেছিলেন এবং শুধুমাত্র সিল্কের শাড়ি পরেই।

Back to top button