ভাইরাল

মাঝ আকাশে চন্দ্রযান-৩ এর নায়ক! উষ্ণ অভ্যর্থনায় শুভেচ্ছা জানালো ইন্ডিগো, ভিডিও দেখে মুগ্ধ নেট দুনিয়া

চাঁদের মাটি ছুঁয়ে ভারতকে গর্বিত করেছে চন্দ্রযান ৩। এই কর্মকাণ্ডের জন্য ইসরোকে ধন্যবাদ জানিয়েছে গোটা দুনিয়া। তবে এর মধ্যেও যিনি এই দলকে নেতৃত্ব দিয়েছেন তাঁকে এবার বিশেষ সম্মান দিল ইন্ডিগো।

সম্প্রতি ইন্ডিগোর এক বিমানে উঠেছিলেন ইসরোর চেয়ারম্যান মিস্টার এস সোমনাথ। সেখানেই তাঁকে উষ্ণ অভ্যর্থনায় শুভেচ্ছা বার্তা জানায় বিমান সেবিকারা। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক বিমান সেবিকা।

ওই ভিডিও দিয়ে বিমান সেবিকা লিখেছেন, “ইসরোর চেয়ারম্যান মিস্টার এস সোমনাথ। আমাদের উড়ানে এস সোমানাথকে অভ্যর্থনা জানাতে পেরে গর্ব বোধ করছি। নিজেদের ফ্লাইটে এমন ‘নায়কদের’ পাওয়া সবসময়ই আনন্দের”।

তিনি আরও জানান, “আমি ইসরোর চেয়ারম্যান এস সোমনাথের উপস্থিতি ঘোষণা করে আনন্দিত। তিনি আজ আমাদের বিমান সংস্থার উড়ানে উঠেছেন। মিস্টার সোমনাথ এবং তাঁর দলের জন্য বড় করতালি। আপনাকে উড়ানে পেয়ে গর্বিত আমরা। ভারতকে গর্বিত করার জন্যছ আপনাকে ও আপনার টিমকে অভিন্দন”।

২৩আগস্ট ১৪০ কোটি ভারতবাসীর কাছে ছিল গর্বের দিন। চাঁদের মাটিতে সফলভাবে পৌঁছেছে চন্দ্রযান ৩। নজির স্থাপন করেছেন ইসরোর বিজ্ঞানীরা। চন্দ্রযান বিক্রম, এদিন সন্ধ্যা ৬ টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। চন্দ্রযান ৩-এর সাফল্যের পিছনে রয়েছে ইসরোর বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম। চন্দ্রযান যাতে সফল ভাবে অবতরণ করতে পারে তার জন্য প্রার্থনা চলছিল সারা দেশ জুড়ে।

Back to top button