লাইফস্টাইল

বাড়িতে অর্থ, সুখ শান্তি বজায় রাখতে চান? তাহলে লাগান এই ইন্ডোর গাছগুলি

অনেকের বাড়িতে নানান সমস্যা দেখা যায়। অশান্তি লেগেই থাকে, সুখ স্বাচ্ছন্দ্য থাকে না। সেই সকল ক্ষেত্রে বাস্তু মতে আপনি যদি এই সকল গাছগুলি বাড়ির ভিতরে লাগান তাহলে তা পজিটিভ এনার্জি সঞ্চার করে। যার ফলে সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

লাকি ব্যাম্বু- এটি এক ধরণের বাঁশ গাছ যা বাড়ির জন্য খুব শুভ। এটি বাড়িতে এবং কর্মক্ষেত্রে পজিটিভ এনার্জি সঞ্চার করে। বাঁশ গাছ পরিবেশে ৫টি উপাদানের (আগুন, মাটি, বায়ু, জল এবং আকাশ) ভারসাম্য বজায় রাখে। এটি বাড়িতে রাখলে সুখ,স্বাচ্ছন্দ্য ও সম্পদের অভাব হয় না।

মানি প্ল্যান্ট- এটি খুবই পরিচিত একটি গাছছ। অনেকের বাড়িতেই দেখা যায়। এই গাছ বাড়ির পরিবেশে সুখের সঞ্চার করে। বাড়িতে সবসময় থাকে ইতিবাচক শক্তির প্রবাহ। মানি প্ল্যান্ট ঘরে রাখলে টাকাপয়সা আসতে থাকে। ধন,স্বাস্থ্য ও খ্যাতির জন্য এই গাছ বাড়িতে বসাতে পারেন।

জেড প্ল্যান্ট- এটি গাছটি খুব বেশি দেখা যায়না তবে জেড গাছের গোলাকার পাতা সৌভাগ্যের প্রতীক। এটিও মানি প্ল্যান্টের মতোই বাড়িতে অর্থ, স্বাস্থ্য এবং খ্যাতি আনে। নিজের জীবনে সাফল্য ও পরিবারে সৌভাগ্যের জন্য জেড প্ল্যান্ট বসান।

পিস লিলি- এটি সহজেই আপনি পেয়ে যাবেন আর পিস লিলির যত্ন নেওয়া খুব সহজ। বাড়ির মধ্যে রাখলে এটি বাতাস পরিশুদ্ধ করতে সহায়তা করে। এই গাছ আপনি আপনার বাড়িতে বা অফিসে রাখতে পারেন জীবনে উন্নতি ঘটবে।

Back to top button