মেয়েদের অন্তর্বাস পড়া নিয়েও আপত্তি! এমন মনোভাব কেন ছিল শ্রীদেবীর?

Published on:

মেয়েদের অন্তর্বাস পড়া নিয়েও আপত্তি! এমন মনোভাব কেন ছিল শ্রীদেবীর?

বরাবরই মেয়েদের নিয়ে সচেতন ছিলেন শ্রীদেবী। মেয়েরা কী পোশাক পড়বে কেমনভাবে চলবে সেই সব কিছু ঠিক করে দিতেন তিনি। মেয়েদের খোলামেলা পোশাকে যেমন আপত্তি ছিল ঠিক তেমন আপত্তি ছিল মেয়েদের উপরের অন্তর্বাস পড়া নিয়েও। কিন্তু কেন এমন মনোভাব ছিল তাঁর? সেই কারণ জানালেন জাহ্নবী।

জাহ্নবী কাপুর বলেন, “মা কিছুতেই বিশ্বাস করতেই পারেনি আমরা বড় হচ্ছি। অন্তর্বাস কেনার প্রসঙ্গ এলেই বারেবারে বলত, ওরা তো ছোট। এই সবের কী দরকার। বাধ্য হয়ে আমি মাকে বলি, যে সত্যিই দরকার। তখন মা কিনে দেয়”।

   
 ⁠

আজ বোল্ড লুকে পোজ দিতে সিদ্ধহস্ত জাহ্নবী কাপুর। কিন্তু একটা সময় মেয়েদের খোলামেলা পোশাক পড়াতেই আপত্তি ছিল মা শ্রীদেবীর। এমনকি খোলামেলা পোশাক পরে মেয়ের ছবি যাতে না ওঠে সেই কারণে হাত ধরে টানতে টানতে অনুষ্ঠানের আসর ত্যাগ করেছিলেন অভিনেত্রী।

  
 ⁠

বর্তমানে খোলামেলা পোশাক পরে রীতিমত নেটপাড়া কাঁপাচ্ছেন জাহ্নবী কাপুর, তাঁর বোল্ড লুক বারবার প্রশংসিত হয়েছে ভক্তমহলে। এখন শরীর দেখিয়ে স্বল্পবসনে পোস্ট দেওয়া যেন জল ভাত হয়ে গিয়েছে জাহ্নবীর কাছে। কিন্তু তার মা বেঁচে থাকলে কতটা খোলামেলাভাবে তিনি এই পোজ দিতে পারতেন তা নিয়ে সন্দেহ থাকে।

একবার এক অনুষ্ঠানে দেখা গিয়েছিল এমন এক গাউন করে জাহ্নবী গিয়েছিলেন যেখানে তার বক্ষ বিভাজিকা বোঝা যাচ্ছিল। সে সময় তখনো বলিউডে অভিষেক ঘটেনি তার। এই পরিস্থিতিতে পাপারাতজিরা ছেকে ধরেছিলেন ছবি তোলার জন্য। কিন্তু সেই সময় ছবি তুলতে দিতে নারাজ ছিলেন শ্রীদেবী।