আবার একসঙ্গে অর্ণব-ঈপ্সিতা! এবার কোন সিরিয়ালে জুটি বাঁধছেন তাঁরা?

টলিউডের ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ ঈপ্সিতা মুখোপাধ্যায় এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তাদের সম্পর্কের চর্চা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ আইনি বিয়ের সানাই কয়েক মাসের পর থেকেই তাদের মধ্যে বিচ্ছেদের গল্প শোনা গিয়েছিল। তবে এবার সেই সব কিছুকে দূরে সরিয়ে আবার তাদের একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে এক ধারাবাহিকে।
২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘জল থই থই ভালবাসা’। আর সেই সিরিয়ালেই দেখা যাবে বাস্তবের জুটিকে। যদিও এখনও পর্যন্ত সেই বিষয়ে মুখ খোলেননি কেউ। শোনা যাচ্ছে, সিরিয়ালের শুটিং চলছে পুরোদমে। এর আগে তাদের ‘আলো ছায়া’ সিরিয়ালে দেখা গিয়েছিল একসঙ্গে।
ঈপ্সিতা মুখোপাধ্যায় এবং অর্ণব বন্দ্যোপাধ্যায় ২০২২ এর জানুয়ারি মাসেই আইনি বিয়ে সেরেছেন। এরপর থেকেই সংসার ধর্ম শুরু করেছেন এই যুগল। কথা ছিল ওই বছরেরই ডিসেম্বরে তারা আনুষ্ঠানিক বিয়ে সারবেন। কিন্তু তাল কেটেছিল বিয়ের নয় মাসের মধ্যেই।
এই তারকা দম্পতি আইনি বিয়ের নয় মাসের মধ্যেই আলাদা হয়ে যায়। জানা যায় অর্ণব এবং ঈপ্সিতা বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। যা ঘিরে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়ে পড়ে তাদের অনুরাগীদের। কিন্তু সম্প্রতি এক ছবি খানিকটা আশা যোগাচ্ছে।
কিছুদিন আগেই অর্ণব instagram এ একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে বিজন বাড়িতে পাহাড়ের কোলে এই দম্পতির এক প্রেমময় ছবি। যদিও ছবিটা একেবারেই ঝাপসা। এমনকি ক্যাপশনেও লেখা রয়েছে ‘ব্লারড’। এহেন প্রেম মাখা ছবিতে এই ধরনের ঘিরে উস্কে উঠেছে জল্পনা। ভক্তরা অনেকেই প্রশ্ন করছেন এই ঝাপসার কারণ কি। তবে কি প্রেমের ছোঁয়া, মূল্যোমালিন্য মুছে যাওয়া ইঙ্গিত? নাকি সম্পর্ক যে ঝাপসা হচ্ছে সেই ইঙ্গিতই দিচ্ছেন এই দম্পতি।
যদিও নিজেদের এই ছবি প্রসঙ্গে খুব একটা মুখ খুলতে চাননি নায়িকা। তিনি জানিয়েছেন তাদের দুজনের কেউই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে জনসমক্ষে কথা বলতে ততটা আগ্রহী নন। তবে ছবি দেওয়ার সিদ্ধান্ত তাদের যৌথভাবে নেওয়া হয়েছে। এই এর থেকে বেশি তারা কেউ কিছু বলতে পারবেন না।