বিনোদন

দূরত্ব মিটিয়ে আরও কাছাকাছি অর্ণব-ঈপ্সিতা! প্রেমিকের জন্মদিনে কী লিখলেন পর্দার বৌদি?

টলিউডের ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ ঈপ্সিতা মুখোপাধ্যায় এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তাদের সম্পর্কের চর্চা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ আইনি বিয়ের সানাই কয়েক মাসের পর থেকেই তাদের মধ্যে বিচ্ছেদের গল্প শোনা গিয়েছিল। তবে এবার সেই সব কিছুকে দূরে সরিয়ে আবার কাছাকাছি এসেছেন এই জুটি। মধ্যরাতেই পালন করলেন প্রেমিকের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় লিখলেন বিশেষ বার্তা।

আজ ২৯ সেপ্টেম্বর অর্ণবের জন্মদিন। আর তাই গতকাল মাঝরাত থেকেই চলছে সেলিব্রেশন। কেক কেটে আইনত স্বামীর জন্মদিন পালন করছে ঈপ্সিতা। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন ইপ্সিতা। হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যাচ্ছে দুজনকেই।

দাবার বোর্ডের আদলে কেক এবং তার উপর দুটো মোমবাতি দেখা যায়। অর্ণবের পাশে হাসিমুখ দাঁড়িয়ে আছেন ইপ্সিতা। তাঁর পরনে একটি হালকা নীল রঙের ড্রেস। অন্যদিকে অভিনেতার পরনে প্রিন্টেড শার্ট এবং জিন্স। ছবি পোস্ট করে ঈপ্সিতা লিখেছেন, “জন্মদিনের অনেক শুভেচ্ছা। আর ছবি তুলেছেন আমার একমাত্র ক্রাইম পার্টনার দীপ্সিতা”। এই ছবি পোস্ট করতেই শুভেচ্ছার বন্যা বয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘জল থই থই ভালবাসা’। আর সেই সিরিয়ালেই দেখা যাবে বাস্তবের জুটিকে। যদিও এখনও পর্যন্ত সেই বিষয়ে মুখ খোলেননি কেউ। শোনা যাচ্ছে, সিরিয়ালের শুটিং চলছে পুরোদমে। এর আগে তাদের ‘আলো ছায়া’ সিরিয়ালে দেখা গিয়েছিল একসঙ্গে।

ঈপ্সিতা মুখোপাধ্যায় এবং অর্ণব বন্দ্যোপাধ্যায় ২০২২ এর জানুয়ারি মাসেই আইনি বিয়ে সেরেছেন। এরপর থেকেই সংসার ধর্ম শুরু করেছেন এই যুগল। কথা ছিল ওই বছরেরই ডিসেম্বরে তারা আনুষ্ঠানিক বিয়ে সারবেন। কিন্তু তাল কেটেছিল বিয়ের নয় মাসের মধ্যেই।

এই তারকা দম্পতি আইনি বিয়ের নয় মাসের মধ্যেই আলাদা হয়ে যায়। জানা যায় অর্ণব এবং ঈপ্সিতা বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। যা ঘিরে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়ে পড়ে তাদের অনুরাগীদের। কিন্তু সম্প্রতি এই ছবি খানিকটা আশা যোগাচ্ছে।

Back to top button