ইরফান খান আর আমাদের মধ্যে নেই পাঁচ বছর হয়ে গেল। আজ ২৯ এপ্রিল তার পঞ্চম মৃত্যবার্ষিকী। সময় কিভাবে কেটে যায় তা সত্যিই বোঝা যায় না। ২০২৩সালে ২৮ এপ্রিল মুক্তি পেয়েছিল ইরফান খান অভিনীত শেষ সিনেমা ‘দ্য সং অফ স্করপিয়নস’।
মাত্র ৫৪ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২০ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা ইরফান খান। তার আকস্মিক মৃত্যুতে কার্যত কালো ছায়া নেমে এসেছিল বলিউড জগতে। সেই অভিনেতারই মৃত্যুর তিন বছরের মাথায় মুক্তি পেয়েছিল তার শেষ অভিনীত ছবি। এদিকে তার এই ছবি মুক্তি পাওয়ায় অনুরাগীরা মনে করছেন তাকে যথার্থ শ্রদ্ধার্ঘ্য দেওয়া হয়েছে।
এক সাক্ষাৎকারে ইরফান খান বলেছিলেন, মাত্র ২০০ টাকার জন্য তিনি সুযোগ পেয়েও প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতে পারেননি।তবে বোলিং ছিল তাঁর পছন্দের বিষয়। মাত্র কয়েকটা টাকার জন্য ক্রিকেটে তাঁর কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়।
তাঁর বড় প্রিয় ক্রিকেটার ছিলেন ইমরান খান ও জাহির আব্বাস । যদিও ‘ক্যাপ্টেন’ ধোনিকে নিয়ে বড় গর্ববোধ করতেন ইরফান। একবার এই অভিনেতা জানান, “ও দুর্দান্ত অধিনায়ক, নিজের পারদর্শীতাতেই ভারতের হাতে বিশ্বকাপ তুলে দিতে পেরেছেন।”