আর একদিন পরেই পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানোর পালা। এরমধ্যেই একবিংশ শতাব্দীর বিশ্বের ৬০ জন সেরা অভিনেতাদের তালিকা প্রকাশ করল দ্য ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু এই তালিকায় শাহরুখ, অমিতাভ, আমিরকে টেক্কা দিয়ে এমন এক ভারতীয় অভিনেতা জায়গা করে নিয়েছেন যার নাম শুনলে গর্বে বুক ভরে যাবে।
ইরফান খান এই তালিকায় রয়েছেন। ২০০১ সালে আসিফ কাপাডিয়ার ছবি ‘দ্য ওয়ারিয়র’-এ মারকাটারি অভিনয় করেছেন তিনি। আর এবার সেই ছবির জন্যই অভিনেতাকে দ্য ইন্ডিপেন্ডেন্ট দিল এই বিশেষ সম্মান।
ইরফান খান আর আমাদের মধ্যে নেই প্রায় চার বছর হয়ে গেল। ২৯ এপ্রিল ছিল তার চতুর্থ মৃত্যুবার্ষিকী। গতবছর ২৮ এপ্রিল মুক্তি পেয়েছিল ইরফান খান অভিনীত শেষ সিনেমা ‘দ্য সং অফ স্করপিয়নস’।
মাত্র ৫৪ বছর বয়সে বিরল ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২০ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা ইরফান খান। তার আকস্মিক মৃত্যুতে কার্যত কালো ছায়া নেমে এসেছিল বলিউড জগতে। সেই অভিনেতারই মৃত্যুর তিন বছরের মাথায় মুক্তি পেয়েছিল তার শেষ অভিনীত ছবি। এদিকে তার এই ছবি মুক্তি পাওয়ায় অনুরাগীরা মনে করছেন তাকে যথার্থ শ্রদ্ধার্ঘ্য দেওয়া হয়েছে।
এক সাক্ষাৎকারে ইরফান খান বলেছিলেন, মাত্র ২০০ টাকার জন্য তিনি সুযোগ পেয়েও প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতে পারেননি।তবে বোলিং ছিল তাঁর পছন্দের বিষয়। মাত্র কয়েকটা টাকার জন্য ক্রিকেটে তাঁর কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়।