ইরফান খান আর আমাদের মধ্যে নেই প্রায় চার বছর হয়ে গেল। গতবছর ২৮ এপ্রিল মুক্তি পেয়েছিল ইরফান খান অভিনীত শেষ সিনেমা ‘দ্য সং অফ স্করপিয়নস’। জীবনের কঠিন সময়ের এক গল্প উঠে এসেছিল তাঁর কথায়। জানিয়েছিলেন কীভাবে জীবনের প্রথম পর্যায়ে উপার্জন করতেন তিনি।
মাত্র ৫৪ বছর বয়সে বিরল ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২০ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা ইরফান খান। তার আকস্মিক মৃত্যুতে কার্যত কালো ছায়া নেমে এসেছিল বলিউড জগতে। সেই অভিনেতারই মৃত্যুর তিন বছরের মাথায় মুক্তি পেয়েছিল তার শেষ অভিনীত ছবি। তার এই ছবি মুক্তি পাওয়ায় অনুরাগীরা মনে করছেন তাকে যথার্থ শ্রদ্ধার্ঘ্য দেওয়া হয়েছে।
ইরফান খান জানিয়েছিলেন, “আমি একটি প্রযুক্তিগত কোর্সের ট্রেনিং নিচ্ছিলাম জয়পুরে এবং এই এসি প্রশিক্ষণের মাধ্যমেই মুম্বই চলে আসি। এরপর বিভিন্ন বাড়িতে এসি মেরামতের কাজ করতাম”। তাঁর সংযোজন, “আমি বুঝতে পারলাম যে, শুধুমাত্র উপার্জনের জন্য কাজ করতে পারব না। কাজের প্রতি একটা ভালবাসা থাকতে হবে। আমি যা করছি, তাতে যদি আমি মুগ্ধ না হই, তবে সেটা করা সম্ভব নয়”।
অপর এক সাক্ষাৎকারে ইরফান খান বলেছিলেন, মাত্র ২০০ টাকার জন্য তিনি সুযোগ পেয়েও প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতে পারেননি।তবে বোলিং ছিল তাঁর পছন্দের বিষয়। মাত্র কয়েকটা টাকার জন্য ক্রিকেটে তাঁর কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়।