ছোট্ট হাত স্পর্শ করেছে আঙুল! মা হলেন টেলি অভিনেত্রী ঈশানী দাস, ছেলে হল না মেয়ে?

ঈশানী দাস, টেলি জগতের জনপ্রিয় মুখ ছিল একসময়। তবে বিগত দুই বছর ধরে তাকে আর টিভির পর্দায় তেমন একটা দেখা যাচ্ছে না। এবার এই অভিনেত্রী মা হলেন। বিয়ের ঠিক দুই বছরের মাথায় সন্তানের জননী হলেন অভিনেত্রী।
হঠাৎ করেই ২০২১ এর নভেম্বরে বিয়ে সাড়েন অভিনেত্রী। এর ঠিক দুই বছরের মাথায় জন্ম দিলেন সন্তানের। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা ছেলে দুজনেই সুস্থ আছেন। সদ্যজাতের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই।
ইনস্টাগ্রামে একটা ভিডিও দিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট হাত দিয়ে মায়ের আঙ্গুল ধরে রেখেছে একরত্তি। ক্যাপশনে তিনি লিখেছেন, আমাদের সংসারে দুটো ছোট্ট পায়ের আগমন ঘটেছে৷ ভগবানের অশেষ কৃপায় আমরা পুত্র সন্তানের বাবা ও মা হলাম৷ সন্তানের এই ছবিতে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় সমস্ত অনুরাগীদের সঙ্গে মা হওয়ার আনন্দের খবর শেয়ার করেছেন অভিনেত্রী। ২০১৩ সাল থেকে অভিনয়ের শুরু৷ বাঘ বন্দি খেলায় রুবেলের নায়িকা হিসেবে তাকে শেষবারের মতো পর্দায় দেখেছে দর্শক৷